স্পিড ব্রেকার
দিনাজপুরে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত শৈলেন চন্দ্র রায় (৩৫) জেলা সদরের শশরা ইউনিয়নের শীবডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং সুভাস চন্দ্র রায়ের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহীসহ মোটরসাইকেলটি মেডিকেল কলেজের সামনের রাস্তার স্পিড ব্রেকারটি দ্রুত গতিতে অতিক্রমের সময় পিছনের একজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এসময় একটি ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছে শৈলেন চন্দ্র রায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম তানভীর জানান, দ্রুত গতিতে চলার সময় স্পিড ব্রেকারে ঝাঁকি লেগে আরোহী শৈলেন চন্দ্র রায় রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে তারা। এছাড়া নিহত আরোহীকে ফেলে রেখে পালিয়ে গেছে মোটরসাইকেল চালকসহ অপর আরোহী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
নড়াইল পৌরসভায় যত্রতত্র গতিরোধক, বাড়ছে দুর্ঘটনা
জানা যায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডের মহিষখোলা প্রাথমিক বিদ্যালয় থেকে যুব উন্নয়ন সড়কে মাত্র আধা কিলোমিটারের মধ্যে রয়েছে ৬ টি গতিরোধক! যার ভেতর কয়েকটি প্রয়োজনীয় হলেও অধিকাংশই অপ্রয়োজনীয়। এছাড়াও ২ নং ওয়ার্ডের বরাশুলা এতিমখানা রোডে মাত্র ১৫০ মিটার সড়কের ভেতর স্থাপন করা হয়েছে ৪ টি গতিরোধক। যার দু’টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হলেও বাকি দু’টি গায়ের জোরে স্থাপন করেছেন স্থানীয় কিছু ব্যক্তি।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলাদাতপুর এলাকার পাসপোর্ট অফিস সড়কে ১০০ মিটারেরও কম জায়গার ভেতর পরপর তিনটি গতিরোধক স্থাপন করা হয়েছে। সেখানে নেই কোনো গতিরোধক চিহ্ন। ফলে দূর থেকে টের না পেয়ে গাড়ি চালানোর সময় অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
আরও পড়ুন: নড়াইলের জেলা আ’লীগ কমিটিতে সদস্য মাশরাফি, উপদেষ্টা বাবা
সেখানকার একজন বাসিন্দা বলেন, ‘রাস্তায় আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করবে। তাই আমরা ঠিকাদারকে বলে গতিরোধক দিয়েছি।’ এছাড়াও পৌরসভার পানি মসজিদ থেকে পাসপোর্ট অফিস সড়কেও তিনটি গতিরোধক রয়েছে। যার একটি গুরুত্বপূর্ণ স্থানে হলেও বাকি দু’টি সম্পূর্ণ অপ্রয়োজনীয়।
আরও দেখা গেছে, নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের ডুমুরতলায় নবনির্মিত জাহাতাব উদ্দিন বেগ সড়কে স্থাপন করা হয়েছে তিনটি গতিরোধক। যার একটি মসজিদের সামনে হলেও বাকি দু’টি প্রভাবশালীদের বাড়ির সামনে স্থাপন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব গতিরোধকের অধিকাংশই যেখানে স্থাপন করা হয়েছে সেখানে নেই কোনও গুরুত্বপূর্ণ মোড় বা স্থাপনা। রাস্তা নির্মাণের সময় স্থানীয় প্রভাবশালীরা গায়ের জোরে ঠিকাদারদের চাপ দিয়ে নিজেদের বাড়ি বা দোকানপাটের সামনে স্থাপন করেছেন এসব অপ্রয়োজনীয় গতিরোধক।তাছাড়া এসব গতিরোধকের গায়ে নেই কোনো চিহ্ন। ফলে রাতের বেলায় পথচারীরা পড়ছেন বিড়ম্বনায়। যত্রতত্র এসব গতিরোধক স্থাপনের ফলে সৃষ্টি হচ্ছে ছোটখাটো দুর্ঘটনাও।
আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের অভিযোগে নড়াইলে পালিত পিতা কারাগারে
এ বিষয়ে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা ইউএনবিকে বলেন, ‘নতুন নির্মাণ করা সড়কগুলোর অনেক জায়গায় অপ্রয়োজনীয় গতিরোধক স্থাপন করা হয়েছে। এটা স্থানীয় কিছু লোকেরা করেছে। যেহেতু এটা করা হয়ে গেছে তাই এখন তো আর ভেঙে দিতে পারছিনা। সেক্ষেত্রে বর্ষা মৌসুম শেষ হলে গতিরোধকগুলোর ওপর আমরা রঙ করে দিবো।’
নড়াইলের একজন সচেতন ব্যক্তি বলেন, ‘সাধারণ জনগণের চলাচলের রাস্তায় দু'চারজন প্রভাবশালী ব্যক্তি নিজ স্বার্থে যেখানে সেখানে গতিরোধক স্থাপন করতে পারেন না। গাড়ির গতি সীমিতকরণে গতিরোধকের প্রয়োজন অবশ্যই রয়েছে। তবে, প্রয়োজনহীন গতিরোধক স্থাপন কাম্য নয়। পৌর মেয়রের উচিত অবিলম্বে এসব অপ্রয়োজনীয় গতিরোধক উচ্ছেদ করা এবং গতিরোধক দেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।’
৩ বছর আগে