দিনাজপুরে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত শৈলেন চন্দ্র রায় (৩৫) জেলা সদরের শশরা ইউনিয়নের শীবডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং সুভাস চন্দ্র রায়ের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহীসহ মোটরসাইকেলটি মেডিকেল কলেজের সামনের রাস্তার স্পিড ব্রেকারটি দ্রুত গতিতে অতিক্রমের সময় পিছনের একজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এসময় একটি ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছে শৈলেন চন্দ্র রায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম তানভীর জানান, দ্রুত গতিতে চলার সময় স্পিড ব্রেকারে ঝাঁকি লেগে আরোহী শৈলেন চন্দ্র রায় রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে তারা। এছাড়া নিহত আরোহীকে ফেলে রেখে পালিয়ে গেছে মোটরসাইকেল চালকসহ অপর আরোহী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত