মার্কিন হামলা
হুতিদের ওপর মার্কিন হামলা শুরু, নিহত ৩১
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের উপর মার্কিন হামলায় ৩১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ( ১৬ মার্চ) হুতি-সমর্থিত স্বাস্থ্য মন্ত্রনালয় এ তথ্য নিশ্চিত করেছে।—খবর ডনের।
খবরে বলা হয়, দেশটির রাজধানী সানায় নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন আরও অনেকে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে হুতিদের ওপর জোরালো হামলা শুরু করে মার্কিন বাহিনী।
লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরের কৌশলগত অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার কড়া জবাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: খলিল মাহমুদকে আটক: ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ
ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি সমুদ্রপথে হামলা বন্ধ না করলে ‘ভয়াবহ প্রাণঘাতী অস্ত্র’ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আমাদের বীর যোদ্ধারা সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সমুদ্রপথে শত্রুদের মোকাবিলায় এই হামলা চালাচ্ছে তারা।’
সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই হুতিদের ওপর হামলা শুরু করা হয়েছে বলে জানান তিনি। এ সময়ে ইরানকেও সতর্ক করেন ট্রাম্প। হুতিদের কোনোভাবে সহায়তা করলে হুতিদের হামলার জন্য ইরানকে সম্পূর্ণ দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে শনিবার সন্ধ্যা থেকেই সানা ও সাদা প্রদেশের হুতিদের ঘাঁটিগুলোতে মুহুর্মুহু মার্কিনি হামলার খবর নিশ্চিত করেছে গোষ্ঠীটির সদস্যরা। রবিবার সকালেও অঞ্চলগুলোতে বিমান হামলা চালোনো হয়েছে জানান তারা।
এই হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।
আরও পড়ুন: ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আটক: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন
এদিকে হুতি মিডিয়া অফিসের উপপ্রধান নাসিরউদ্দিন আমির বলেছেন, এই হামলা তাদের কোনোভাবেই নিরস্ত্র করতে পারবে না, বরং যুক্তরাষ্ট্রেকে তারা পাল্টা জবাব দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সানা বরাবরের মতোই গাজার ঢাল হয়ে থাকবে। কোনো পরিস্থিতিতেই গাজাকে উপেক্ষা করা হবে না বলে জানান তিনি।
হুতিদের আরেক মুখপাত্র মোহাম্মদ আব্দুলসালাম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুতিরা সমুদ্রপথে আন্তজার্তিক সম্প্রদায়ের জন্য হুমকি সৃষ্টি করছে বলে ট্রাম্পের দাবি ‘মিথ্যা ও ভ্রান্ত’।
সম্প্রতি ইসরায়েল ও গাজার মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে গাজায় মানবিক সহায়তা ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এর জবাবে পুনরায় জাহাজে হামলা শুরু করার ঘোষণা দেয় হুতিরা। তবে ঘোষণা দিলেও হুতিদের হামলার কোনো খবর পাওয়া না গেলেও হুতিদের ঘাঁটিতে হামলা শুরু করে মার্কিন বাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জবাবে পরদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালাতে শুরু করে ইসরায়েল।
ওই বছরের শেষ দিক থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি করেন তারা।
ইয়েমেনে মার্কিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের চরম অবমাননা’ বলে অভিহিত করেছে হামাস। এছাড়াও ইয়েমেনের ‘সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার’ ওপর এই হামলাকে হুমকি বলে ঘোষণা দিয়েছে তারা।
১ দিন আগে
জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে নানা দেশ।
১৮৯৯ দিন আগে
ইরানি জেনারেল নিহতের ঘটনায় ঊর্ধ্বমুখী তেলের বাজার, শেয়ারে পতন
ইরাকে মার্কিন বাহিনীর হাতে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার জেরে শুক্রবার তেলের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। সেই সাথে বিশ্বের প্রধান শেয়ার বাজারগুলোতে পতন দেখা দিয়েছে।
১৮৯৯ দিন আগে
বাগদাদে বিমান হামলায় ইরানের জেনারেল সোলাইমানি নিহত
বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোরে বিমান হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন।
১৯০০ দিন আগে