এ তথ্য জানিয়েছে ইরাকের টেলিভিশন ও দেশটির তিন কর্মকর্তা।
ওই হামলায় ইরান সমর্থিত মিলিশিয়াদের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) নেতা আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবারের ওই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে পিএমএফ।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শুক্রবার ভোরে লেবানন বা সিরিয়া থেকে আসা বিমান যোগে বাগদাদ বিমানবন্দরে এসে পৌঁছান কুদস ফোর্সের কমান্ডার সোলাইমানি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পিএমএফ নেতা আল-মুহান্দিস।
সোলাইমানি বিমান থেকে নেমে মুহান্দিস ও তার সহযোগীদের অভ্যর্থনা গ্রহণ করার সাথে সাথেই বিমান হামলায় সবাই নিহত হন।
সোলাইমানির পরিহিত একটি আংটি দেখে তার মৃতদেহ শনাক্ত করা হয়েছে বলে জানান এক প্রবীণ রাজনীতিবিদ।
এর আগে ইরান সমর্থিত আধা-সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছে। এ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।