ডিজে পার্টি
শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধ করতে নির্দেশ
র্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৭ এপ্রিল) এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এছাড়া র্যাগ ডের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাবি, রাবি, জাবি, খুবি ও ববির উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৭ এপ্রিল আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর আগে এই বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয় বলে জানান কামরুল হাসান।
আইনজীবী কামরুল হাসান বলেন, সম্প্রতি র্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করা হয়। এগুলোর স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান তৈরিতে কারিগর হওয়ার কথা শিক্ষকদের। অথচ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠ পোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যলাপ চলছে। আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে র্যাগ ডের নামে এসব অশ্লীল কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
পড়ুন: র্যাগিংয়ের দায়ে খুবির ৫ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি
মাদক মামলায় হাইকোর্টে জি কে শামীমের জামিন আবেদন
২ বছর আগে
‘থার্টি ফার্স্ট নাইট’এ উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়: ডিএমপি
আগের বছরের মতো এবারও ‘থার্টি ফার্স্ট নাইট’ উন্মুক্ত স্থানে উদযাপনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেছেন, প্রতিবছরের মতো এবারও কেউ উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করতে পারবে না। যেসব হোটেল আমাদের কাছে আবেদন করেছে তাদের অনুষ্ঠান করার অনুমতি দেয়া হবে। কিন্তু সেগুলোতে আমাদের সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠান করতে হবে। কোনো ডিজে পার্টিকে অনুমতি দেয়া হবে না। এছাড়া ৩১ তারিখ সকাল থেকে ১ তারিখ পর্যন্ত সকল বার বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ডিএমপি কমিশনার শফিকুলের চাকরির মেয়াদ বাড়ল আরও এক বছর
ডিএমপি কমিশনার জানিয়েছেন, থার্টি ফাস্ট রাত ৮ টার পর ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন না।
তিনি বলেন,ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, বনানী ও গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে আমাদের নিরাপত্তা বেষ্টনী থাকবে। আর কেউ প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: সীমিত পরিসরে বড়দিন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
নগরবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার আরও বলেন, একই নির্দেশনা হাতিরঝিল ও বনানী, গুলশান এলাকার জন্য। রাত ৮ টার পর হাতিরঝিলে কেউ থাকতে পারবে না। এমন কি কোনো বাইককেও প্রবেশ করতে দেয়া হবে না। গুলশান এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না।
নববর্ষকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়ে কমিশনার বলেন, নতুন বছরকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই। তারপরও কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঢাকার সর্বত্র কাজ করবে।
২ বছর আগে
লঞ্চের ছাদে ডিজে পার্টি: একজনের মৃত্যু, দগ্ধ ১৫
কুমিল্লার তিতাস উপজেলায় লঞ্চের ছাদে ডিজে পার্টি করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গোমতী নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার রাতের এই ঘটনায় দগ্ধ হয় আরও ১৫ জন।
নিহত শামীম হোসেন (১৪) উপজেলার শিবপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১০টার দিকে ৩০/৪০ জনের একদল কিশোর লঞ্চের ছাদে ডিজে পার্টি করছিল। লঞ্চটির নদীর উপর থাকা বিদ্যুতের তারের নিচ দিয়ে যাওয়ার সময় ছাদে থাকা তরুণরা তারে জড়িয়ে দগ্ধ হয়। এসময় তিনজন পানিতে পড়ে যায়। পরে দুইজনকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তাৎক্ষণিকভাবে একজনের সন্ধান পাওয়া যায়নি। পরে ওই কিশোরের লাশ তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে মঙ্গলবার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নবীনগরে নৌকাডুবে স্বামী স্ত্রীর মৃত্যু, সন্তান নিখোঁজ
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, দুপুরে শিবপুর খালের মুখে লাশটি ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
৩ বছর আগে
পরীমণি চারদিনের রিমান্ডে
মাদকের মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা দুটি ভিন্ন মামলায় রাজ মাল্টিমিডিয়ার মালিক নজরুল ইসলাম রাজ এবং তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও সবুজকে চার দিনের রিমান্ডে দেয়া হয়েছে।
বনানী থানার পুলিশের করা মাদক মামলায় পরীমণিসহ চারজনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
নায়িকা পরীমণি এবং তার সহযোগী নজরুল ইসলাম রাজ একটি সংগঠিত চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন বলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান। র্যাব সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, তারা গুলশান, বারিধারা, বনানীসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় সমাজের উচ্চবিত্তদের লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন এবং পার্টি বা ডিজে পার্টির নামে মাদক বিক্রি করছিলেন।
মঈন আরও বলেন, অভিনেত্রীর বাসভবনে একটি মিনি বার ছিল এবং নিয়মিত সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন।
আরও পড়ুন: মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা
এর আগে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় রাতে মডেলদের নিয়ে পার্টি ও বিদেশে প্লেজার ট্যুরের আয়োজক শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মাসুদুল হাসান ওরফে জিসানেরও রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামুনুর রশীদের আদালত শুনানি শেষে পৃথক তিন মামলায় মিশুর ৯ দিন এবং তিন মামলায় জিসানের সাত দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
বুধবার রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।
এলিট ফোর্সের সূত্র ইউএনবিকে জানায়, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের নেতৃত্বে র্যাবের গোয়েন্দা ইউনিট বিকাল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযান শুরু করে। তিন ঘণ্টা অভিযানের পর তাকে আটক করা হয়।
একই রাতে র্যাব রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকেও আটক করে।
আরও পড়ুন: পরীমণি ও রাজের ২ সহযোগীর রিমান্ড মঞ্জুর
নায়িকা পরীমণি আটক, মাদক উদ্ধার
৩ বছর আগে