কুমিল্লার তিতাস উপজেলায় লঞ্চের ছাদে ডিজে পার্টি করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গোমতী নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার রাতের এই ঘটনায় দগ্ধ হয় আরও ১৫ জন।
নিহত শামীম হোসেন (১৪) উপজেলার শিবপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১০টার দিকে ৩০/৪০ জনের একদল কিশোর লঞ্চের ছাদে ডিজে পার্টি করছিল। লঞ্চটির নদীর উপর থাকা বিদ্যুতের তারের নিচ দিয়ে যাওয়ার সময় ছাদে থাকা তরুণরা তারে জড়িয়ে দগ্ধ হয়। এসময় তিনজন পানিতে পড়ে যায়। পরে দুইজনকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তাৎক্ষণিকভাবে একজনের সন্ধান পাওয়া যায়নি। পরে ওই কিশোরের লাশ তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে মঙ্গলবার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নবীনগরে নৌকাডুবে স্বামী স্ত্রীর মৃত্যু, সন্তান নিখোঁজ
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, দুপুরে শিবপুর খালের মুখে লাশটি ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।