আন্ডারচর
নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আটক ২
সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বিএনপি নেতা হারুনুর রশিদ মোল্লাকে গুলি করে এবং কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আটক মো. সোহাগ (২৪) একই ইউনিয়নের মাইজচরা গ্রামের আলী আহমদের ছেলে এবং মো. মিলন হোসেন (২৫) নূর মোহাম্মদের ছেলে।
আজ (শনিবার) দুপুর ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নিহত হারুনুর রশীদ মোল্লার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিহতের মরদেহ দেখতে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।
তিনি ক্ষোভ ও নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, হারুন অর রশিদ মোল্লা হত্যার ঘটনায় পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহাগ ও মো. মিলন হোসেন নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের ভাই আমিনুল হক বাদী হয়ে ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
ওসি বলেন, হত্যার সাথে জড়িত বাকিদের আটক করতে পুলিশ নোয়াখালী ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলাসহ বিভিন্ন স্থানে কয়েকটি টিমে ভাগ হয়ে অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
স্বর্ণের বার লুট: ডিবির ৫ কর্মকর্তা আরও ৩ দিনের রিমান্ডে
৩ বছর আগে