নিরাপদ সড়ক চাই
সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে জানা গেছে, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। এরমধ্যে ১৩ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।
অক্টোবর মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জ জেলায়।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
সিলেট জেলায় ১৬টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। অন্যদিকে সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী, ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৮ জন, মুখোমুখী সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ১৪ জন নিহত, বৈদ্যুতিক খুটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩ জন, এসময় ১৮ জন চালক নিহত হয়েছেন।
এছাড়া অক্টোবর মাসে নিহত ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছিলেন।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ মাস আগে
কোটি টাকা ব্যয়ে মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন নায়িকা রোজিনা
রাজবাড়ীর গোয়ালন্দে নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন চিত্রনায়িকা নায়িকা রোজিনা। মসজিদটির নামকরণ করা হয়েছে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।
শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও নায়িকা রোজিনা।
গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় (ঘোনা পাড়া) প্রায় সাত শতাংশ জায়গার ওপর ১৬০০ বর্গফুটের দৃষ্টি নন্দন মসজিদটি চিত্রনায়িকা তাঁর মায়ের নামে নামকরণ করেন।
চিত্রনায়িকা রোজিনা জানান, ২০১৮ সালে মসজিদ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে পরের বছর ২০১৯ সালে জমি ওয়াকফ করে দেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে পুরোনো আদলে মসজিদের কাজ শুরু করেন। এ পর্যন্ত মসজিদটি নির্মাণে তাঁর প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।
আরও পড়ুন: উত্তম-সুচিত্রার ১৭ সিনেমা ওটিটিতে
তিনি জানান, মসজিদের কাজ শেষ হওয়ার পর তাঁর মায়ের নামে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, নায়িকা রোজিনা শুধু গোয়ালন্দ-রাজবাড়ী নন দেশের জন্য গৌরবের। এমন একজন মানুষ নিজের এলাকায় একটি সুন্দর মসজিদ করে প্রশংসা কুড়িয়েছেন। আমরাও যেন তার মতো করে এমন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে এগিয়ে আসতে পারি।
অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পি সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহরুখপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে আরও সময় চায় এনসিবি
২ বছর আগে
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ৬৭৩ জন আহত হয়েছেন।
৩ বছর আগে
২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
গত বছরে শুধু সিলেট বিভাগেই সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৮৭টি। এসব দুর্ঘটনায় ২৫০ জন নিহত এবং আহত হয়েছেন ৩৯৮ জন।
৩ বছর আগে
নিরাপদ সড়ক আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি
নিরাপদ সড়কের দাবিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও অহিংস আন্দোলনে অংশগ্রহনকারী ও সমর্থনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৪ বছর আগে
লঞ্চডুবি: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবিতে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
৪ বছর আগে
২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৫,২২৭ নিহত: নিসচা
সারা দেশে ২০১৯ সালে চার হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২২৭ জন নিহত এবং ছয় হাজার ৯৫৩ জন মানুষ আহত হয়েছেন।
৪ বছর আগে
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি লতিফ, সা. সম্পাদক রাসেল
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার নির্বাচনে এম এ লতিফ সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
৪ বছর আগে