রাজবাড়ীর গোয়ালন্দে নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন চিত্রনায়িকা নায়িকা রোজিনা। মসজিদটির নামকরণ করা হয়েছে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।
শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও নায়িকা রোজিনা।
গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় (ঘোনা পাড়া) প্রায় সাত শতাংশ জায়গার ওপর ১৬০০ বর্গফুটের দৃষ্টি নন্দন মসজিদটি চিত্রনায়িকা তাঁর মায়ের নামে নামকরণ করেন।
চিত্রনায়িকা রোজিনা জানান, ২০১৮ সালে মসজিদ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে পরের বছর ২০১৯ সালে জমি ওয়াকফ করে দেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে পুরোনো আদলে মসজিদের কাজ শুরু করেন। এ পর্যন্ত মসজিদটি নির্মাণে তাঁর প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।
আরও পড়ুন: উত্তম-সুচিত্রার ১৭ সিনেমা ওটিটিতে
তিনি জানান, মসজিদের কাজ শেষ হওয়ার পর তাঁর মায়ের নামে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, নায়িকা রোজিনা শুধু গোয়ালন্দ-রাজবাড়ী নন দেশের জন্য গৌরবের। এমন একজন মানুষ নিজের এলাকায় একটি সুন্দর মসজিদ করে প্রশংসা কুড়িয়েছেন। আমরাও যেন তার মতো করে এমন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে এগিয়ে আসতে পারি।
অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পি সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহরুখপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে আরও সময় চায় এনসিবি