মমতা বন্দ্যোপাধ্যায়
মন্ত্রীসভা থেকে বাদের পর দল থেকেও বহিষ্কার হলেন পার্থ চ্যাটার্জি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটির অন্যতম জ্যেষ্ঠ মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে তার মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন। এছাড়াও তার দল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই এক বিজ্ঞপ্তি জারি করে তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর তথ্য জানানো হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পরে গণমাধ্যমকে কলেন, ‘আমি পার্থ চ্যাটার্জিকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়েছি। আমার দল কঠোর ব্যবস্থা নিচ্ছে। আরও অনেক পরিকল্পনা আছে, তবে এখন আর আমি বিস্তারিত বলতে চাই না।’
এরপর এদিন সন্ধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থ চ্যাটার্জিকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করার ঘোষণা দেয়া হয়।
পার্থ চ্যাটার্জি রাজ্য মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য, তথ্য ও প্রযুক্তি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, শিল্প পুনর্গঠন ও পরিষদীয় বিভাগের মন্ত্রী। তিনি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকও ছিলেন।
আগের দিন দলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযুক্ত এই মন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে টুইট করেন।
তিনি লেখেন, ‘পার্থ চ্যাটার্জিকে অবিলম্বে মন্ত্রিত্ব এবং সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করা উচিত। তাকে বহিষ্কার করা উচিত।’
স্কুল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে নেয়া হয়।
এরপর পার্থ চ্যাটার্জির সহযোগী অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ৫০ কোটি রুপি জব্দ করে ইডি।
পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থাকাকালে সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি করে এই বিপুল টাকা ঘুষ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সাংবাদিক জুবায়েরকে জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পালাতে সাহায্য করার কথা অস্বীকার ভারতের
২ বছর আগে
পশ্চিমবঙ্গে তেল শোধনাগারে আগুন: নিহত ৩, দগ্ধ ৪৪
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি মালিকানাধীন একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে তিনজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (আইওসি) হলদিয়া শোধনাগারে এ আগুন লাগে। পরে দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
আইওসি এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘ফ্ল্যাশ ফায়ার’ থেকে ৪৪ জন দগ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে তিনজন দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন।
পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শোধনাগার বন্ধ করার সময় ড্রিল চলাকালীন আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কলকাতার হাসপাতালে আহতদের সবচেয়ে ভালো চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছেন।
এক টুইট বার্তায় মমতা বলেন, ‘তিনটি মূল্যবান জীবন হারিয়ে গেছে। শোকের এ মুহূর্তে আমার চিন্তা শোকাহত পরিবারকে নিয়ে। আহতদের গ্রিন করিডর দিয়ে কলকাতায় আনা হচ্ছে। তাদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সব সহায়তা করবে।’
আরও পড়ুন: ভারতে শিখ মন্দিরের ভেতর একজনকে পিটিয়ে হত্যা
ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৯ জন নিহত
২ বছর আগে
পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাম্প্রতিক উপনির্বাচনে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের এক অভিনন্দন বার্তার প্রতিউত্তরে এ ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামীদিনে খুবই যত্নের সঙ্গে লালন করবেন বলে তিনি এ পত্রে উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকব।’
আরও পড়ুন: ভবানীপুরে জিতে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান।
৩ বছর আগে
মমতা বন্দ্যোপাধ্যায়কে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন যে, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে।
আরও পড়ুন: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
ড. মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন। মমতা ব্যানার্জ্জীর যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।
এসময় পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: ভবানীপুরে জিতে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
৩ বছর আগে
উপনির্বাচনে জয়ের পথে মমতা
পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে জয়ী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ আসনে তিনি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির প্রার্থীর চেয়ে অনেক ভোটে এগিয়ে আছেন।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ রাজ্যের রাজধানী কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
এই আসনের উপনির্বাচনে জয় পেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপদে বহাল থাকতে পারবেন।
এর আগে এপ্রিল-মে মাসের পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসে। তবে মমতা তার নিজের আসনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হন।
পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
হেরে গেলেও সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস তাকে মুখ্যমন্ত্রী করে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে রাজ্যের যেকোনো একটি বিধানসভার আসন থেকে জিতে আসতে হয়।
মমতাকে ভবানীপুর আসন থেকে জেতানোর লক্ষ্যে সেখানকার নির্বাচিত তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। এতে ভবানীপুর আসনটি শূন্য হয়। সেই আসনের উপনির্বাচনে লড়েন মমতা। ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
পড়ুন: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মোদির সাবেক মন্ত্রী বাবুল এখন মমতার দলে!
৩ বছর আগে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
অভিনন্দন জানিয়ে লেখা পত্রের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে এ ধন্যবাদ জানান তিনি।
পত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ বলেন, “পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় প্রদান করেছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ।”
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: আপনি প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত: মোদিকে প্রশ্ন মমতার
পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় আম্পান ‘করোনাভাইরাস থেকে বড় বিপর্যয়’: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় গত ৫ মে এক পত্রে তাকে আন্তরিক অভিনন্দন জানান ড. মোমেন।
৩ বছর আগে
বিক্ষোভকারীদের গুলি করার হুমকি পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভকারী ব্যক্তিদের গুলি করার ও জেলে পাঠানোর হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
৪ বছর আগে
আপনি প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত: মোদিকে প্রশ্ন মমতার
ভারতের নাগরিকত্ব আইন বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, ‘আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত?’
৪ বছর আগে