ভারতের পশ্চিমবঙ্গে সরকারি মালিকানাধীন একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে তিনজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (আইওসি) হলদিয়া শোধনাগারে এ আগুন লাগে। পরে দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
আইওসি এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘ফ্ল্যাশ ফায়ার’ থেকে ৪৪ জন দগ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে তিনজন দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন।
পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শোধনাগার বন্ধ করার সময় ড্রিল চলাকালীন আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কলকাতার হাসপাতালে আহতদের সবচেয়ে ভালো চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছেন।
এক টুইট বার্তায় মমতা বলেন, ‘তিনটি মূল্যবান জীবন হারিয়ে গেছে। শোকের এ মুহূর্তে আমার চিন্তা শোকাহত পরিবারকে নিয়ে। আহতদের গ্রিন করিডর দিয়ে কলকাতায় আনা হচ্ছে। তাদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সব সহায়তা করবে।’