কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ইব্রাহীম হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইব্রাহীম হোসেন চৌবাড়িয়া গ্রামের ওমান প্রবাসী শরিফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহতের পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা তাকে খাওয়ানোর পর নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শরিফুল ইসলাম বলেন, ইব্রাহীম আমার দ্বিতীয় সন্তান। আমার ১০ বছর বয়সের একটি মেয়ে রয়েছে।
সাত দিন আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছেন বলে জানান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কচুয়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু
১১ মাস আগে
লালমনিরহাটে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
লালমনিরহাটের কালিগঞ্জে ভালোবেসে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পপি রানি ওই গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়ের স্ত্রী।
আরও পড়ুন: সোনারগাঁয়ে বাসচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, পাঁচ মাস আগে একই উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়কে ভালোবেসে বিয়ে করেন পাশ্ববর্তী চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের পপি রাণী। বিয়ের পরপরই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী উজ্জ্বল। পপির ভ্যানচালক গরিব বাবা যৌতুকের কিছু টাকা দিলেও আরও টাকা দাবী করেন উজ্জল। দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীর সাঙ্গে প্রায়ই ঝগড়ায় করতো স্বামী।
সম্প্রতি স্থানীয় এক অষ্টপ্রহরের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে কথাকাটিও হয়েছিলো দুজনের। গত সোমবার রাতে স্বামীর বাড়ীর বিছানায় পড়ে থাকা পপির লাশের খবর পায় পুলিশ। খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় নিজের ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ফরিদপুর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
১ বছর আগে
এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার রাতে উপজেলার কুশলিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
আত্মহননকারী শারমিন সুলতানা (১৬) একই এলাকার ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে।
মৃতের স্বজনরা জানান, শারমিন সুলতানা দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল এ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সোমবার ফল প্রকাশের পর সে পাশ না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সবার অজান্তে রাত ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শারমিন। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত দরজা ভেঙে তাকে মূমুর্ষু অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে জিপিএ-৫ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেননি এবং তাদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
২ বছর আগে
কেরানীগঞ্জ গ্যাস পাইপ বিস্ফোরণে যুবক দগ্ধ
ঢাকার কেরানীগঞ্জে একটি বাণিজ্যিক ভবনের গ্যাস পাইপ বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন। শনিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধ শুকুর ব্যাপারী (২৭) শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকার মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি কালিগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন।
আরও পড়ুন: ভগ্নিপতির দেয়া আগুনে ভাই-বোন দগ্ধ: বোনের মৃত্যু
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় একটি বাণিজ্যিক ভবনের গ্যাস পাইপে থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় এক যুবক দগ্ধ হয়। আহতকে ঢাকার শেখ হাসিনা বর্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস পাইপির গ্যাস সংযোজক বন্ধ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ আরও ২ জনের মৃত্যু
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধ শুকুরের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর।
২ বছর আগে
বরিশালে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
বরিশালের মেহেন্দিগঞ্জে নৌপুলিশের অভিযানে আনুমানিক এক কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় কেউ আটক না হলেও চারটি দোকানের পাঁচজন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌপুলিশ।
নৌপুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান নৌপুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: মাগুরায় ২ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার
বাঘাইছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা
৩ বছর আগে
বিস্ফোরণের ফুলকি থেকে কেরানীগঞ্জের টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড
ঢাকার কেরানীগঞ্জে ট্রান্সফর্মার বিস্ফোরণের আগুনের ফুলকি থেকে টিনশেড মার্কেটে আগুন লেগে প্রায় ২৫০ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
কালীগঞ্জ এলাকায় টিনশেড নুর সুপার মার্কেটে রবিবার রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মার্কেটের মালিক শেখ ইস্তিয়াক আহমেদ নিপুর দাবি, আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে ১৫ জন দোকান মালিক আহত হয়েছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জিন্স-টি শার্টের দোকানই বেশি।
আরও পড়ুন:গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
ফারায় সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্ণেল জিল্লুর রহমান জানান, মার্কেটের পাশে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। সেই আগুনের ফুলকি তাজুল ইসলামের দোকানে গিয়ে পড়ে। টিনশেড মার্কেট হওয়ায় মুহুর্তেই আগুন একাধিক দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সদরঘাট, কেরানীগঞ্জ ও পোস্তগোলার ১০টি ইউনিট চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই মার্কেটে আট শতাধিক তৈরি পোশাকের দোকান ছিল। এরমধ্যে বেশীরভাগ দোকানই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে আগুনে ঝলসে দিল বখাটে
ন্যাশনাল প্যান্ট হাউজের মালিক মনির হোসেন বলেন, ‘রাত ৮টায় মার্কেট বন্ধ করে বাসায় চলে যাই। রাত ১১টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেই। এর আগে প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করি।’
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে একটি ডাইরি রুজু করা হয়েছে
আরও পড়ুন: বনানীতে ফের আগুন, ২ কিশোরী নিহত
৩ বছর আগে