ঢাকার কেরানীগঞ্জে ট্রান্সফর্মার বিস্ফোরণের আগুনের ফুলকি থেকে টিনশেড মার্কেটে আগুন লেগে প্রায় ২৫০ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
কালীগঞ্জ এলাকায় টিনশেড নুর সুপার মার্কেটে রবিবার রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মার্কেটের মালিক শেখ ইস্তিয়াক আহমেদ নিপুর দাবি, আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে ১৫ জন দোকান মালিক আহত হয়েছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জিন্স-টি শার্টের দোকানই বেশি।
আরও পড়ুন:গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
ফারায় সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্ণেল জিল্লুর রহমান জানান, মার্কেটের পাশে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। সেই আগুনের ফুলকি তাজুল ইসলামের দোকানে গিয়ে পড়ে। টিনশেড মার্কেট হওয়ায় মুহুর্তেই আগুন একাধিক দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সদরঘাট, কেরানীগঞ্জ ও পোস্তগোলার ১০টি ইউনিট চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই মার্কেটে আট শতাধিক তৈরি পোশাকের দোকান ছিল। এরমধ্যে বেশীরভাগ দোকানই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে আগুনে ঝলসে দিল বখাটে
ন্যাশনাল প্যান্ট হাউজের মালিক মনির হোসেন বলেন, ‘রাত ৮টায় মার্কেট বন্ধ করে বাসায় চলে যাই। রাত ১১টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেই। এর আগে প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করি।’
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে একটি ডাইরি রুজু করা হয়েছে
আরও পড়ুন: বনানীতে ফের আগুন, ২ কিশোরী নিহত