নামকরণ
বেকেনবাওয়ারের সম্মানে বায়ার্নের স্টেডিয়ামের ঠিকানা পরিবর্তন
ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার দিয়েগো মারাদোনার মতোই জার্মানির গর্ব ফ্রানৎস বেকেনবাওয়ার। বিশ্ব ফুটবলে জার্মানিকে তুলে ধরতে তার অবদানের কথা অনস্বীকার্য। এবার এই কিংবদন্তির সম্মানে দারুণ এক পদক্ষেপ নিয়েছে মিউনিখের স্থানীয় সরকার।
বেকেনবাউয়ারের সম্মানে বায়ার্ন মিউনিখের হোম স্টেডিয়াম আলিয়ান্স আরেনার ঠিকানা পরিবর্তন করে ‘বেকেনবাওয়ার স্কয়ার’ নামকরণ করা হয়েছে।
কিংবদন্তি এই ফুটবলারের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন ২০২৫ সালের ৭ জানুয়ারি থেকে নতুন এই নাম কার্যকর করা হবে বলে জানিয়েছে মিউনিখ প্রশাসন।
এ বিষয়ে মিউনিখের মেয়র ডিটার রাইটার বলেছেন, ‘সড়কের নাম পরিবর্তন করে বেকেনবাওয়ারের প্রতি মরণোত্তর সর্বোচ্চ সম্মান জানানো হচ্ছে। তার প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা ও ভক্তি রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নামকরণ।’
আরও পড়ড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
তিনি বলেন, ‘এই শহরের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন বেকেনবাওয়ার। ফুটবলের প্রতি প্রতিশ্রুতি ও সাফল্যের মাধ্যমে জার্মানির ক্রীড়া ক্ষেত্রকে তিনি একটি দীর্ঘস্থায়ী রূপ দিয়ে গেছেন।’
১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে তার কোচিংয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি।
কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা তিন ফুটবলারের একজন বেকেনবাওয়ার। বাকি দুজন হলেন ব্রাজিলের মারিও জাগালো ও ফ্রান্সের দিদিয়ের দেশম।
ক্লাব ফুটবলেও অসামান্য সাফল্যের দেখা পান এই ফুটবলার। বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মৌসুমে টানা তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) উঁচিয়ে ধরেন তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
মিডফিল্ডার হিসেবে ফুটবল ক্যারিয়ার শুরু করলেও ডিফেন্ডার হিসেবে খ্যাতির চূড়ায় ওঠেন বেকেনবাওয়ার। তবে বিভিন্ন ভূমিকায় খেলার সামর্থ্য ছিল এই প্রতিভাবান খেলোয়াড়ের। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও তাকে অবদান রাখতে দেখা গেছে অনেক সময়। এর মাধ্যমে আধুনিক ফুটবলে ‘অ্যাটাকিং সুইপার’ পজিশন সৃষ্টি করেন এই কিংবদন্তি।
৭৮ বছর বয়সে চলতি বছরের ৭ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র জেতা এই ফুটবল মহারথী।
৩ মাস আগে
দিনাজপুরে ৬ শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ
দিনাজপুর সদরে ৬ জন শহীদ মুক্তিযোদ্ধার নামে ৬টি গ্রামীণ সড়কের নামকরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলার কমলপুর ইউনিয়নে এই নামকরণের ফলক উম্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
যে ৬ জন শহীদ মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হয়েছে তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ, শহীদ মুক্তিযোদ্ধা এরশাদ আলী, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শহীদ মুক্তিযোদ্ধা সুলতান আলী, শহীদ মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন এবং শহীদ মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন।
নামকরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দল, মত, ধর্ম নির্বিশেষে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। লাখ লাখ মানুষের জীবন এবং মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে দেশ হানাদার মুক্ত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে এবং অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হয়েছে।
এছাড়াও তিনি বলেন, হাজার বছরের শৃঙ্খলিত বাঙ্গালিকে শৃঙ্খলমুক্ত করতে বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করে গেছেন। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই কারণেই বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হিসেবে আখ্যায়িত করা হয়। তারই কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্বপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, মুক্তিযোদ্ধাদের সম্মানি ৩ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজারে উন্নীত করেছেন। মুক্তিযাদ্ধাদের পাকা বাড়ি করে দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, দেশের সর্বক্ষেত্রে স্ব-নির্ভরতা অর্জিত হবে।
আরও পড়ুন:দিনাজপুরে বাড়ির উঠান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন সদরের উপজেলার নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা লোকমান হাকিমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ফুলবাড়ী ট্রাজেডি দিবস: দিনাজপুরে নানা কর্মসূচি পালন
দিনাজপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন
২ বছর আগে
বুলগেরিয়ায় বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত
বুলগেরিয়ার সোফিয়ায় একটি সড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ এবং ঢাকার একটি সড়কের নাম বুলগেরিয়ান ন্যাশনাল রিভাইভালের পূর্বসূরি সেন্ট পাইসি হিলেন্ডারস্কির নামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুলগেরিয়ার রাষ্ট্রদূত এলিওনোরা দিমিত্রোভা বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন।
এ বছর দুই বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ ও বুলগেরিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি এই দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
বাংলাদেশ ও বুলগেরিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার করতে বেশ কিছু উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ফিলিপাইন ও আসিয়ানের সক্রিয় সমর্থন চেয়েছে ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং বুলগেরিয়ার রাষ্ট্রদূত গ্লোবাল উইমেন লিডার’স ফোরামে যোগ দিতে ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোফিয়ায় সরকারি সফর এবং বুলগেরিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।
মোমেন বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বুলগেরিয়ার সমর্থনের প্রশংসা করেন এবং ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য তাদের সমর্থন কামনা করেন।
বুলগেরিয়ার রাষ্ট্রদূত বুলগেরিয়ায় বিশেষ করে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন দুই দেশের মধ্যে নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে চমৎকার সুযোগের কথা তুলে ধরে তিনি বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
বাংলাদেশকে বুলগেরিয়া থেকে ভোজ্যতেল (সূর্যমুখী তেল), ভুট্টা ইত্যাদি আমদানির বিষয় বিবেচনা করার অনুরোধ করেন বুলগেরিয়ার রাষ্ট্রদূত।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হতে চায় মার্কিন ব্যবসায়ীরা
ঢাকা থেকে ভিসা দেয়ায় রোমানিয়াকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর
২ বছর আগে
রাস্তা থেকে জিয়ার নাম ফলক সরিয়ে দিল বাল্টিমোর সিটি
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর সিটির একটি রাস্তা থেকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ফলক সরিয়ে ফেলা হয়েছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে।
বৃহস্পতিবার মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর সিটির মেয়রের কার্যালয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জিয়ার মরণোত্তর বিচার হতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী
যুক্তি ছিল জেনারেল জিয়া একজন সামরিক স্বৈরশাসক যিনি রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন এবং আমেরিকায় তার নাম ফলক দিয়ে সম্মান দেয়া উচিত নয়।
শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে আ’লীগ নেতারা বলেন, মেয়র কার্যালয় স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো সামরিক স্বৈরশাসকের নামে নামকরণ করে সম্মান করবে না।
আরও পড়ুন: মির্জা ফখরুল কি জিয়ার লাশ দেখেছেন: তথ্যমন্ত্রী
এর আগে আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানের নাম সরিয়ে ফেলার জন্য মেয়রের কার্যালয়ে আবেদন করেন।
আওয়ামী লীগ নেতারা বলেন, জিয়ার নাম মুছে ফেলা হয়েছে কারণ তিনি বাংলাদেশের প্রথম সামরিক শাসক ছিলেন।
৩ বছর আগে