ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার দিয়েগো মারাদোনার মতোই জার্মানির গর্ব ফ্রানৎস বেকেনবাওয়ার। বিশ্ব ফুটবলে জার্মানিকে তুলে ধরতে তার অবদানের কথা অনস্বীকার্য। এবার এই কিংবদন্তির সম্মানে দারুণ এক পদক্ষেপ নিয়েছে মিউনিখের স্থানীয় সরকার।
বেকেনবাউয়ারের সম্মানে বায়ার্ন মিউনিখের হোম স্টেডিয়াম আলিয়ান্স আরেনার ঠিকানা পরিবর্তন করে ‘বেকেনবাওয়ার স্কয়ার’ নামকরণ করা হয়েছে।
কিংবদন্তি এই ফুটবলারের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন ২০২৫ সালের ৭ জানুয়ারি থেকে নতুন এই নাম কার্যকর করা হবে বলে জানিয়েছে মিউনিখ প্রশাসন।
এ বিষয়ে মিউনিখের মেয়র ডিটার রাইটার বলেছেন, ‘সড়কের নাম পরিবর্তন করে বেকেনবাওয়ারের প্রতি মরণোত্তর সর্বোচ্চ সম্মান জানানো হচ্ছে। তার প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা ও ভক্তি রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নামকরণ।’
আরও পড়ড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
তিনি বলেন, ‘এই শহরের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন বেকেনবাওয়ার। ফুটবলের প্রতি প্রতিশ্রুতি ও সাফল্যের মাধ্যমে জার্মানির ক্রীড়া ক্ষেত্রকে তিনি একটি দীর্ঘস্থায়ী রূপ দিয়ে গেছেন।’
১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে তার কোচিংয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি।
কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা তিন ফুটবলারের একজন বেকেনবাওয়ার। বাকি দুজন হলেন ব্রাজিলের মারিও জাগালো ও ফ্রান্সের দিদিয়ের দেশম।
ক্লাব ফুটবলেও অসামান্য সাফল্যের দেখা পান এই ফুটবলার। বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মৌসুমে টানা তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) উঁচিয়ে ধরেন তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
মিডফিল্ডার হিসেবে ফুটবল ক্যারিয়ার শুরু করলেও ডিফেন্ডার হিসেবে খ্যাতির চূড়ায় ওঠেন বেকেনবাওয়ার। তবে বিভিন্ন ভূমিকায় খেলার সামর্থ্য ছিল এই প্রতিভাবান খেলোয়াড়ের। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও তাকে অবদান রাখতে দেখা গেছে অনেক সময়। এর মাধ্যমে আধুনিক ফুটবলে ‘অ্যাটাকিং সুইপার’ পজিশন সৃষ্টি করেন এই কিংবদন্তি।
৭৮ বছর বয়সে চলতি বছরের ৭ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র জেতা এই ফুটবল মহারথী।