দিনাজপুর সদরে ৬ জন শহীদ মুক্তিযোদ্ধার নামে ৬টি গ্রামীণ সড়কের নামকরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলার কমলপুর ইউনিয়নে এই নামকরণের ফলক উম্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
যে ৬ জন শহীদ মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হয়েছে তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ, শহীদ মুক্তিযোদ্ধা এরশাদ আলী, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শহীদ মুক্তিযোদ্ধা সুলতান আলী, শহীদ মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন এবং শহীদ মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন।
নামকরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দল, মত, ধর্ম নির্বিশেষে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। লাখ লাখ মানুষের জীবন এবং মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে দেশ হানাদার মুক্ত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে এবং অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হয়েছে।
এছাড়াও তিনি বলেন, হাজার বছরের শৃঙ্খলিত বাঙ্গালিকে শৃঙ্খলমুক্ত করতে বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করে গেছেন। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই কারণেই বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হিসেবে আখ্যায়িত করা হয়। তারই কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্বপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, মুক্তিযোদ্ধাদের সম্মানি ৩ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজারে উন্নীত করেছেন। মুক্তিযাদ্ধাদের পাকা বাড়ি করে দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, দেশের সর্বক্ষেত্রে স্ব-নির্ভরতা অর্জিত হবে।
আরও পড়ুন:দিনাজপুরে বাড়ির উঠান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন সদরের উপজেলার নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা লোকমান হাকিমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ফুলবাড়ী ট্রাজেডি দিবস: দিনাজপুরে নানা কর্মসূচি পালন