গোলাম দস্তগীর গাজী
রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
৪টি হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড শেষে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার নতুন ২টি মামলায় গোলাম দস্তগীর গাজীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
রবিবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করেন কাজী আহমেদুল্লাহ আহাদ ও মো. জুয়েল মিয়া। একটি মামলায় গাজীসহ ৪১ জনের নাম এবং অপর মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে আরও ১ হাজার জনকে।
সিদ্ধিরগঞ্জের ওই ২টি মামলা গাজী ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ অনেকে।
আরও পড়ুন: আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠালেন আদালত
২ মাস আগে
পাটের বীজ সরবরাহ নিশ্চিত করা হবে: পাট মন্ত্রী
চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাটের চাষ নিশ্চিত করা ও চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে মানসম্মত পাট বীজ সরবরাহ ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মঙ্গলবার জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
৩ বছর আগে
‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২’ তুলে দেয়া হয়েছে।
৪ বছর আগে
বিজেএমসি’র বন্ধ মিলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি’র বন্ধ ঘোষিত মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম সূচনা করলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
৪ বছর আগে
পাটকল শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে জুনের বেতন পাবেন: মন্ত্রী
বন্ধ হয়ে যাওয়া ২৫ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে জুন মাসের বেতন পাবেন বলে আশ্বস্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
৪ বছর আগে
পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলগুলোর শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বকেয়া মজুরি পরিশোধের জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
৪ বছর আগে