৪টি হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড শেষে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার নতুন ২টি মামলায় গোলাম দস্তগীর গাজীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
রবিবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করেন কাজী আহমেদুল্লাহ আহাদ ও মো. জুয়েল মিয়া। একটি মামলায় গাজীসহ ৪১ জনের নাম এবং অপর মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে আরও ১ হাজার জনকে।
সিদ্ধিরগঞ্জের ওই ২টি মামলা গাজী ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ অনেকে।
আরও পড়ুন: আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠালেন আদালত