ঘানা
ড. হাছান মাহমুদের সঙ্গে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফরত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পণ্য রপ্তানি, চুক্তিভিত্তিক চাষাবাদ এবং কমনওয়েলথ ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন: ফখরুল-খসরু জামিনে মুক্ত
মহাপরিচালক জাহিদ উল ইসলাম জানান, আমরা কি কি পণ্য ঘানাতে রপ্তানি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বিষয় ছিল। চুক্তিভিত্তিক চাষাবাদের জন্য ঘানা উপযুক্ত কি না এবং আমরা এ ব্যাপারে সমঝোতায় যেতে পারি কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ঘানা কমনওয়েলথভুক্ত একটি রাষ্ট্র। আগামী অক্টোবরে সামোয়াতে সেক্রেটারি হেড অব লিডারদের সম্মেলন আছে। সেই সম্মেলনে কমনওয়েলথ সেক্রেটারি নির্বাচিত হবেন। সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত, এ তিনটি বিষয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি।
তিন দিনের সফরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকায় আসেন। সফরের শুরুর দিন তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: আজ মুক্তি পেতে পারেন ফখরুল-খসরু
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় ফখরুল-খসরুর জামিন
৯ মাস আগে
তুরস্কে ভূমিকম্প: ঘানার ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আতসুর মরদেহ উদ্ধার
তুরস্কের ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর ঘানার ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আতসুর (৩১) বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তার এজেন্ট নানা সেচেরে আতসুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আতসু ঘানার আন্তর্জাতিক প্রিমিয়ার লিগের দল এভারটন, চেলসি ও নিউক্যাসলে খেলেছেন।
৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে হাতায়ের আন্তাকায় তার অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর থেকেই আতসু নিখোঁজ ছিলেন।
তুর্কি শীর্ষ-ফ্লাইট ক্লাব হাতায়স্পোর এক টুইটে জানায়, ‘শোক প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আতসু, আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক।’
ভূমিকম্পের পর হাতায়স্পোর প্রথমে জানিয়েছিল ‘আহত অবস্থায়’ আতসুকে উদ্ধার করা হয়েছে, কিন্তু একদিন পরে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১ বিলিয়ন ডলার সহায়তার আহ্বান জাতিসংঘের
১ বছর আগে
কাতার বিশ্বকাপ ২০২২: পর্তুগালের কাছে ৩-২ গোলে ঘানার পরাজয়
কাতারের দোহায় বৃহস্পতিবার এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ক্রিশ্চিয়ানো রোনালদো তার চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নেন এবং তারপর বিশ্বকাপের ইতিহাস তৈরি করেন।
ম্যাচের ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করা পর্তুগালের এই স্ট্রাইকার, পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম পুরুষ খেলোয়াড়ের গৌরব অর্জন করেছেন।
৮ মিনিট পরে আন্দ্রে আয়ু ঘানার হয়ে সমতা আনেন, কিন্তু জোয়াও ফেলিক্স ৭৮তম মিনিটে পর্তুগালের হয়ে ফের লিড নেন এবং রাফায়েল লিয়াও তৃতীয় গোলটি করেন। খেলার ৮৯ মিনিটে ঘানার ঘাটতি কমিয়ে আনেন ওসমান বুকারি।
আরও পড়ুন: রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
এই সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর ৩৭ বছর বয়সী রোনালদো সম্ভাব্য নতুন ক্লাবের কাছে তার প্রতিভা প্রদর্শন করতে চেয়েছিলেন।
প্রথমার্ধে দুটি ভাল সুযোগ নষ্ট করার পর, তিনি পেনাল্টি অর্জনের জন্য ঘানার ডিফেন্ডার মোহাম্মদ সালিসুর একটি চ্যালেঞ্জের মুখে পড়েন।
২০০৬ সালে তার প্রথম বিশ্বকাপ থেকে প্রতিটি বিশ্বকাপে গোল করেছেন রোনালদো এবং তার রেকর্ড ১১৮টি আন্তর্জাতিক গোল রয়েছে।
আরও পড়ুন: পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
১ বছর আগে
পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে আজ বিশ্বকাপ যাত্রা শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ঘানার বিরুদ্ধে আজ গ্রুপ-এইচের ম্যাচে নামবেন রোনালদো-ব্রুনোরা। বিশ্বকাপে এখনও এক বারও সফল হয়নি পর্তুগাল। এ বারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
বিশ্বকাপে খেলতে আসার ঠিক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন সিআর সেভেন। সদ্য ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন রোনালদোও। ক্লাব ক্যারিয়ার নিয়ে রীতিমতো টালমাটাল চললেও, রোনালদো সেই সব নিয়ে ভাবছেন না। তাঁর ফোকাসে বিশ্বকাপ।
খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে নামলেও পর্তুগালের সতর্ক থাকা উচিত। কারণ, এ বারের বিশ্বকাপ ইতোমধ্যেই অঘটন ঘটানো শুরু করে দিয়েছে। এই পোস্টে জানবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন সে সম্পর্কে বিস্তারিত।
পর্তুগাল বনাম ঘানা ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
পর্তুগাল বনাম ঘানা লাইভ ফেইসবুক ও ইউটিউব
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
আরও পড়ুন: রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
বিশ্বকাপের জন্য পর্তুগাল ও ঘানা সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
পর্তুগাল: (৪-৩-৩): কস্তা (গোলরক্ষক), ক্যানসেলো, দিয়াস, সিলভা, মেন্দেস, ফার্নান্দেজ, কারভালহো, নেভেস, সিলভা, রোনালদো, লেয়াও।
ঘানা: (৪-১-৪-১) আতি জিগি (গোলরক্ষক), বাবা, সালিসু, আমার্টে, ল্যাম্পটে, পাটি, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়েউ, কুদুস, সুলেমানা, উইলিয়ামস।
মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে পাঁচবার খেলেছে পর্তুগাল। এরমধ্যে ৩টি জয় পেয়েছে তারা। একমাত্র হারটি ১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে তারা।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
২ বছর আগে
ঘানায় নৌকাডুবিতে অন্তত ৭ জন নিহত
পূর্ব ঘানার ভোল্টা হ্রদে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ঘানা পুলিশ সার্ভিসের পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কমান্ডের মুখপাত্র ইবেনেজার তেতেহ বলেছেন, শুক্রবার ভোররাতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি প্রবল ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
আরও পড়ুন: কিয়েভ অঞ্চলে ৯ শতাধিক মানুষের লাশ উদ্ধার: পুলিশ
তেতেহ বলেন, এতে সাতজন নিহত হন এবং একজন নিখোঁজ রয়েছে। এছাড়া বাকিদের উদ্ধার করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে দ্বীপের একটি বেসরকারি মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলেও জানান তিনি।
২ বছর আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারকালে ঘানার ২ খেলোয়াড় গ্রেপ্তার
ইয়াবা পাচারের দায়ে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে দুই বিদেশি নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাড়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
৪ বছর আগে