তুরস্কের ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর ঘানার ফুটবল তারকা ক্রিশ্চিয়ান আতসুর (৩১) বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তার এজেন্ট নানা সেচেরে আতসুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আতসু ঘানার আন্তর্জাতিক প্রিমিয়ার লিগের দল এভারটন, চেলসি ও নিউক্যাসলে খেলেছেন।
৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে হাতায়ের আন্তাকায় তার অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর থেকেই আতসু নিখোঁজ ছিলেন।
তুর্কি শীর্ষ-ফ্লাইট ক্লাব হাতায়স্পোর এক টুইটে জানায়, ‘শোক প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আতসু, আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক।’
ভূমিকম্পের পর হাতায়স্পোর প্রথমে জানিয়েছিল ‘আহত অবস্থায়’ আতসুকে উদ্ধার করা হয়েছে, কিন্তু একদিন পরে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে।
আরও পড়ুন: তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১ বিলিয়ন ডলার সহায়তার আহ্বান জাতিসংঘের