বেসামরিক নাগরিক
মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর হামলার জবাবদিহি নিশ্চিত করুন: ফরটিফাই রাইটস
ফরটিফাই রাইটস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বলেছে, মিয়ানমারে সশস্ত্র সংঘাতে জড়িত সব পক্ষের উচিৎ বেসামরিক নাগরিকদের রক্ষা করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য দেশগুলোর উচিৎ রোম সংবিধির ১৪ অনুচ্ছেদের অধীনে দেশের পরিস্থিতি চিফ প্রসিকিউটরের কাছে পাঠানো।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের হপন নিয়ো লেইক গ্রামে ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া চার দিনব্যাপী হামলার সময় বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা, হত্যা, বেসামরিক বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা নথিভুক্ত করেছে মানবাধিকার সংগঠন ফরটিফাই রাইটস। এসব হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
ফরটিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, ‘যুদ্ধের আইন জান্তা বাহিনী ও সংঘাতের সমস্ত পক্ষের ক্ষেত্রে প্রযোজ্য এবং যখনই সম্ভব বেসামরিক নাগরিকদের আসন্ন আক্রমণ সম্পর্কে সতর্ক করতে হবে।’
আরও পড়ুন: নৃশংস অপরাধের জন্য মিয়ানমার থেকে আসা বিজিপি সদস্যদের বিরুদ্ধে তদন্তের আহ্বান
তিনি বলেন, ‘আমাদের সাম্প্রতিক তদন্তে দেখা গেছে, সামরিক হামলার কার্যকর সতর্কবার্তা বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারত। জান্তার নৃশংস অপরাধ নিত্যদিনের ঘটনা। আইসিসির সদস্য দেশগুলোর উচিৎ জরুরি ভিত্তিতে পরিস্থিতি আদালতের কাছে পাঠানো এবং জান্তাকে বার্তা দেওয়া যে এসব হামলা অগ্রহণযোগ্য।’
মিয়ানমারের সামরিক জান্তা ২০২৪ সালের ২৫ জানুয়ারি থেকে শুরু করে টানা চার দিন ধরে উত্তর রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপের হপন নিয়ো লেইক গ্রামে গোলাবর্ষণ করেছে।
২৪ জানুয়ারি আরাকান আর্মি হপন নিয়ো লেইকে পরিখা খনন করার পর এই হামলা শুরু হয়।
মিয়ানমারের সামরিক জান্তার চার দিনের গোলাবর্ষণের ফলে ৪৪ জন বেসামরিক লোক হতাহত হন।এর মধ্যে কমপক্ষে ১২ জন বেসামরিক মানুষ নিহত ও ৩২ জন আহত হন, যাদের মধ্যে ৮ শিশু ছিল এবং সবাই রোহিঙ্গা।
ঘটনাস্থল সূত্রে জানা গেছে, হামলায় হপন নিয়ো লেইক ও আশপাশের এলাকা থেকে শিশুসহ ১৫ হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
একজন কমিউনিটি ভিত্তিক কর্মী এবং হপন নিয়ো লেইকের বাসিন্দা গ্রামে ধ্বংস হওয়া ৪১টি বেসামরিক বাড়ি চিহ্নিত করেছেন। ওই এলাকায় আনুমানিক ১ হাজার বাড়ি রয়েছে।
বেসামরিক ভুক্তভোগী এবং আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত সম্পত্তির মালিকদের নাম এবং শনাক্তকরণের তথ্য ফরটিফাই রাইটসের ফাইলে রয়েছে। তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
আরও পড়ুন: মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়ে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী
ফরটিফাই রাইটস বিশ্বাস করে যে মিয়ানমারের জান্তার লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন (এলআইডি) ২২, লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৫৫১ ও মিলিটারি অপারেশনস কমান্ড (এমওসি) -১৫ সম্ভবত এই হামলার জন্য দায়ী এবং যুদ্ধাপরাধের জন্য তাদের তদন্ত করা উচিৎ।
২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ফরটিফাই রাইটস হপন নিয়ো লেইক গ্রামের চার বাসিন্দাসহ হামলায় বেঁচে যাওয়া ছয় রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়।
ফরটিফাই রাইটস মোবাইল ফোনের ভিডিও এবং কয়েক ডজন ছবি পর্যালোচনা করে দেখেছে যাতে আহত বেসামরিক নারী, পুরুষ ও শিশুদের পাশাপাশি জ্বলন্ত ভবন এবং বাড়িঘর হামলায় ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
হপন নিয়ো লেইকের বাসিন্দারা ফরটিফাই রাইটসকে বলেছেন, আরাকান আর্মি ২৪ জানুয়ারি গ্রামে পরিখা খনন করেছিল।
হপন নিয়ো লেইক গ্রামের ২২ বছর বয়সী এক কৃষক ফরটিফাই রাইটসকে বলেন, ‘আমার গ্রামে অনেক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে ১০ জনের বেশি লাশ দেখেছি। এত ভারী গোলাবর্ষণ হয়েছিল যে আমি ও অন্যরা বাকি মৃত বা আহত গ্রামবাসীদের সন্ধান করার সাহস পাইনি।’
আরও পড়ুন: মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান: ইইউ রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী
১০ মাস আগে
রাতে রুশ হামলায় হতাহত হয়েছেন বেশ কিছু বেসামরিক নাগরিক: ইউক্রেনীয় কর্মকর্তা
ইউক্রেনের সম্মুখভাগে ও দেশের অন্যান্য অংশে রুশ বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে দেশটির দুই বেসামরিক নাগরিক নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান।
মেয়র ওলেক্সান্ডার ভিলকুলের টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহে শুক্রবার সন্ধ্যায় একটি শিল্প কারখানায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তির স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে ভিলকুলের দেওয়া তথ্যানুসারে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাতে একই স্থানে আবারও আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুনের সূত্রপাত হয়। তবে স্থানটি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত কি না সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ভিলকুল। দ্বিতীয়বারের হামলায় কেউ হতাহত হননি বলেও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ১৭
ইউক্রেনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন শনিবার জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ বাহিনীর 'ব্যাপক গোলাবর্ষণে' এক বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন।
টেলিগ্রাম পোস্টে প্রোকুদিন বলেন, রুশ সেনারা মর্টার, কামান, ট্যাংক, ড্রোন ও একাধিক রকেট লঞ্চার ব্যবহার করে প্রদেশটির কিছু আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরে গত কয়েকদিনের গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে শনিবার স্থানীয় ভারপ্রাপ্ত গভর্নর ইহর মোরোজ জানিয়েছেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তির আহ্বান প্রধানমন্ত্রীর
গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভের বাহিনী রুশ হামলা ঠেকানোর চেষ্টা করায় রুশ ও ইউক্রেনীয় বাহিনী আভদিভকাকে তীব্র লড়াই করছে। রুশ সেনাদের ছোড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র, মর্টার ও আর্টিলারি শেল প্রদেশের অন্যান্য অংশেও আঘাত হেনেছে বলে জানান মোরোজ।
উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরের কাছে দুটি গ্রামের বাড়িতে রুশ গোলাবর্ষণে আহত ৩৯ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন স্থানীয় গভর্নর ওলেহ সিনিহুবভ। রুশ বাহিনী কয়েক সপ্তাহ ধরে কুপিয়াঙ্ক ও লাইমান শহরের নিকটবর্তী এলাকা পুনরুদ্ধারের জন্য আক্রমণ চালিয়ে আসছে।
শুক্রবার রাতে উত্তর সুমি ও দক্ষিণ জাপোরিঝিয়া প্রদেশে রুশ হামলার কথা জানিয়েছে স্থানীয় ইউক্রেনীয় কর্তৃপক্ষও। তবে হতাহতের কোনো উল্লেখ করেননি।
আরও পড়ুন: ইউক্রেনে ক্যাফেতে রুশ হামলায় ৫১ জন নিহত
১ বছর আগে
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় রাজ্য বেনুয়ের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সরকারি কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
ওই এলাকার চেয়াম্যান বাকো ইজে জানান, রাজ্যের উমোগিদি সম্প্রদায়ের মধ্যে মঙ্গল ও বুধবার ঘটে যাওয়া হামলায় বহু বাসিন্দা আহত হয়েছে এবং অন্যরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
তার মতে, হামলাকারীরা স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে ওই সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং গুলি করে ৪৬ জনকে হত্যা করে।
রাজ্যের গভর্নরের নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টা পল হেম্বাও সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাটিকে ‘খুব দুঃখজনক ও বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার জানা মতে মৃতের সংখ্যা ৪৬। তবে সংখ্যাটা বেশিও হতে পারে, কারণ কিছু লোক এখনও নিখোঁজ রয়েছেন।’
নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে বেনুয়ের গভর্নর হায়াসিন্থ আলিয়া নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই হত্যাকাণ্ডের জন্য সমগ্র সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি এই হত্যাকাণ্ডের জন্য দুঃখিত এবং আমি রাজ্যের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই।’
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সশস্ত্র হামলা একটি প্রাথমিক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে বেশকিছু মৃত্যু ও অপহরণের ঘটনা ঘটেছে।
১ বছর আগে
মারিউপোলে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোলে পাঁচ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে শহরটির মেয়র জানিয়েছেন।
কিয়েভের আশপাশের কয়েকটি শহর ছেড়ে যাওয়ার আগে রুশ সৈন্যরা নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এমন অভিযোগ এনে গত কয়েকদিন ধরে মৃতদের জড়ো করা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছেন, কয়েক সপ্তাহের রুশ বোমাবর্ষণ এবং রাস্তার লড়াইয়ে নিহত পাঁচ হাজারের বেশি বেসামরিক নাগরিকের মধ্যে ২১০ জন শিশু।
তিনি বলেন, রুশ বাহিনী হাসপাতালগুলোতেও বোমাবর্ষণ করেছে, যেখানে এক শিশুসহ ৫০ জন পুড়ে মারা গেছে।
বোইচেঙ্কো বলেন, শহরের ৯০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আজভ সাগরের কৌশলগত দক্ষিণের শহরটিতে হামলার ফলে খাদ্য, জল, জ্বালানি ও ওষুধ বন্ধ হয়ে গেছে এবং ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, চার লাখ ৩০ হাজার জনসংখ্যার শহরটিতে এক লাখ ৬০ হাজার মানুষ আটকা পড়েছে। রেড ক্রসের সাথে একটি মানবিক ত্রাণ কনভয় কয়েকদিন ধরে শহরে প্রবেশের চেষ্টা করছে।
পড়ুন: গণবিক্ষোভের মুখে জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা যুদ্ধাপরাধের অভিযোগ এনে ক্রেমলিনের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিয়েভ ও উত্তরাঞ্চলীয় চেরনিহিভ এলাকা থেকে আনুমানিক ২৪ হাজার বা তার চেয়ে বেশি সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। আর এর মূল উদ্দেশ্য হলো পুনরায় সংগঠিত হয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা করা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে অভিযোগ করে বলেছেন, রাশিয়ান সামরিক বাহিনী পূর্বে নতুন আক্রমণের প্রস্তুতির জন্য তার বাহিনী তৈরি করছে। তবে ক্রেমলিন জানিয়েছে তাদের লক্ষ্য ইউক্রেনের বেশিরভাগ রুশভাষী ডনবাসকে ‘মুক্ত করা’।
জেলেনস্কি বলেন, ইউক্রেনও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, ‘আমরা লড়াই করব এবং পিছপা হব না। রাশিয়া সিরিয়াসলি শান্তির চেষ্টা শুরু না করা পর্যন্ত আমরা আত্মরক্ষার জন্য সম্ভাব্য সব বিকল্প খুঁজব। এটা আমাদের মাটি। এটাই আমাদের ভবিষ্যৎ। এবং আমরা তাদের ছেড়ে দেব না।’
ইউক্রেনীয় কর্তৃপক্ষ ডনবাসে বসবাসকারী নাগরিকদের এখনই সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
পড়ুন: পাকিস্তানের শীর্ষ আদালতে আগাম নির্বাচন নিয়ে শুনানি
২ বছর আগে
ইউক্রেনের ২ শহরে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের দুটি শহরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শনিবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি।
শহর দুটি হলো- ইউক্রেনের দক্ষিণ-পূর্বের কৌশলগত বন্দর মারিউপোল ও পূর্বাঞ্চলের ভলনোভাখার।
আরও পড়ুন: রাশিয়ায় বিবিসিসহ একাধিক বিদেশি গণমাধ্যম নিষিদ্ধ
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আরআইএ নভোস্তি ও তাস জানিয়েছে, শহর দুটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে অপসারণ রুটের বিষয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে সম্মত হয়েছে রাশিয়া।
তবে তাৎক্ষনিকভাবে ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছ থেকে এটি নিশ্চিত করা যায়নি এবং এ অপসারণ রুট কতদিন খোলা থাকবে তাও স্পষ্ট না।
আরও পড়ুন:পুতিনের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল চায় ইউক্রেন
২ বছর আগে
ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের
পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই অভিযান বেসামরিক নাগরিকদের নিরাপত্তার উদ্দেশে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুযারি) সকালে একটি টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, ইউক্রেন দখল করার কোনো লক্ষ্য রাশিয়ার নেই। তবে যে কোন ধরনের রক্তপাতের জন্য ইউক্রেনকে দায়ী করা হবে বলে সতর্ক করে দেন পুতিন।
পুতিন অন্যান্য দেশকেও সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার যে কোনো প্রচেষ্টা ‘তারা কখনও দেখেনি এমন পরিণতি’ ভোগ করতে হবে।
পড়ুন: ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে রাশিয়া
দুই অঞ্চলকে স্বীকৃতি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: জাতিসংঘ প্রধান
ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপ
২ বছর আগে
লিবিয়ায় সহিংসতার কারণে ঝুঁকির মুখে শিশুরা: ইউনিসেফ
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফরে শুক্রবার জানিয়েছেন, লিবিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে সৃষ্ট সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে শরণার্থী ও অভিবাসী শিশুসহ ভয়াভহ ঝুঁকির মুখে রয়েছে সেখানকার স্থানীয় শিশুরাও।
৪ বছর আগে
তালেবান হামলায় ২০১৯ সালে নিহত ২,২১৯ বেসামরিক আফগান
২০১৯ সালে তালেবান সংশ্লিষ্ট হামলা ও বোমা বিস্ফোরণে ২ হাজার ২ শতাধিক বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছেন।
৪ বছর আগে