শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘২০১৯ সালে তালেবান সন্ত্রাসীদের বেশ কয়েকটি আত্মঘাতী হামলা, আইইডি বিস্ফোরণ ও গেরিলা হামলায় ২ হাজার ২১৯ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫ হাজার ১৭৮ জন আহত হয়েছেন।’
শনিবার সকালে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফে একটি গাড়িতে আইইডি বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছে নবলে সিনহুয়াকে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র আদেল শাহ আদেল।
তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্য সম্পর্কে জানা যায়নি।
তালেবান জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিজেদের তৈরি করা বোমা, ল্যান্ডমাইন এবং আত্মঘাতী হামলা চালালেও, প্রাণঘাতী এসব হামলায় বেসামরিক মানুষও নিহত হচ্ছেন।
সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, স্থল যুদ্ধ ও সরকার সমর্থিত বাহিনীর বিমান হামলার পাশাপাশি তালেবানদের বোমা এবং আত্মঘাতী হামলা ২০১৯ সালে বেসামরিকদের হতাহতের অন্যতম প্রধান কারণ ছিল।
বিবৃতিতে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আফগান পুলিশ বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব আফগানকে সুরক্ষা প্রদানে কোনো ত্রুটি রাখা হবে না বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।