তার
না.গঞ্জে ক্রেনের তার ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় ভবনে মালামাল তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- শহীদ (৩০) ও তোবারক (৫০)।
শহীদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি চেন কপার হিসেবে কাজ করতেন এবং স্ত্রী ও ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে থাকতেন। নিহত তোবারকও একই এলাকায় থাকতেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০, আটক ১৪
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে জালকুড়ি এলাকায় মালামাল তোলার কাজ করছিলেন শহীদ ও তোবারক। ক্রেন দিয়ে ভবনের নিচ থেকে তৃতীয় তলায় মালামাল তোলা হচ্ছিল। মালামালের সঙ্গে ক্রেনের ওপর দাঁড়িয়েছিলেন তারা।
দুপুর ১২টায় মালামাল তৃতীয় তলায় তোলার পর হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে মালামালসহ তারা নিচে পড়ে যান। এতে মালামালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তোবারক। আর গুরুতর আহত অবস্থায় শহীদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া জানান, শহীদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
নারায়ণগঞ্জে দুর্ঘটনাবশত পুলিশের বন্দুকের গুলিতে যুবক আহত
১ বছর আগে
মাগুরায় বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু
মাগুরার মহম্মদপুরে বিদ্যুতের তারে জড়িয়ে একটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যশোরের কেশবপুরে কালোমুখো হনুমানের বাস। প্রায়ই খাবারের খোঁজে তারা ট্রাকের উপর চড়ে মাগুরায় চলে আসে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক কাবুল মিয়া বলেন, কয়েকদিন ধরে এলাকায় একজোড়া কালোমুখো হনুমান দেখা যাচ্ছিল। আজ বিকেলে খাবারের খোঁজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হনুমানের মৃত্যু হয়।
এলাকাবাসী মেইন লাইনে বিদ্যুতের তার কভারিংয়ের দাবি জানিয়ে বলেন, মহম্মদপুর উপজেলার পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে কভারিং না থাকায় প্রায়ই হনুমানসহ নানা বন্য প্রাণী ও পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এসব প্রাণীর অকাল মৃত্যু রোধে লাইনের বিদ্যুতের তারের কভারিং শুরু করা দরকার।
মহম্মদপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘বৈদ্যুতিক তার কভারিংয়ের জন্য আর্থিক বরাদ্দ নেই। নিজস্ব তহবিল থেকে এ ধরনের কাজ করা সম্ভব নয়।’
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দপাল বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। যাতে পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে তার কভারিংয়ের কাজ শুরু করা হয়।’
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিদ্যুতায়িত করে হাতি হত্যার অভিযোগ
সৌরবিদ্যুতের পিলার পড়ে ট্রাক্টর চালকের মৃত্যু
নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
২ বছর আগে
তারের জঞ্জালে কুমিল্লা শহরের সৌন্দর্য ম্লান, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা
কুমিল্লা নগরের অলিতে গলিতে বিদ্যুতের খুঁটি আর ল্যাম্পপোস্টে শুধু তার আর তার। বছরের পর বছর ধরে জালের মতো জড়িয়ে রয়েছে এইসব অরক্ষিত তার। মোবাইল ফোন কোম্পানি থেকে শুধু করে ডিস, ইন্টারনেট লাইনসহ বিভিন্ন লাইন গিয়ে মিলেছে বৈদ্যুতিক খুঁটিতে।
৪ বছর আগে
বড় শহরের ঝুলন্ত তার ৫ বছরের মধ্যে মাটির নিচে যাবে: নসরুল
রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে মাথার উপর থাকা সব বিদ্যুতের তার আগামী ৫ বছরের মধ্যে মাটির নিচে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
৪ বছর আগে
ঢাকার রাস্তায় ঝুলছে বিরক্তিকর তার
জাতীয় টেলিযোগাযোগ ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে এখনও সফলতার মুখ দেখেনি ঢাকা শহরকে তারমুক্ত করার সরকারি পদক্ষেপ।
৪ বছর আগে