মাগুরার মহম্মদপুরে বিদ্যুতের তারে জড়িয়ে একটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যশোরের কেশবপুরে কালোমুখো হনুমানের বাস। প্রায়ই খাবারের খোঁজে তারা ট্রাকের উপর চড়ে মাগুরায় চলে আসে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক কাবুল মিয়া বলেন, কয়েকদিন ধরে এলাকায় একজোড়া কালোমুখো হনুমান দেখা যাচ্ছিল। আজ বিকেলে খাবারের খোঁজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হনুমানের মৃত্যু হয়।
এলাকাবাসী মেইন লাইনে বিদ্যুতের তার কভারিংয়ের দাবি জানিয়ে বলেন, মহম্মদপুর উপজেলার পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে কভারিং না থাকায় প্রায়ই হনুমানসহ নানা বন্য প্রাণী ও পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এসব প্রাণীর অকাল মৃত্যু রোধে লাইনের বিদ্যুতের তারের কভারিং শুরু করা দরকার।
মহম্মদপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘বৈদ্যুতিক তার কভারিংয়ের জন্য আর্থিক বরাদ্দ নেই। নিজস্ব তহবিল থেকে এ ধরনের কাজ করা সম্ভব নয়।’
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দপাল বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। যাতে পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে তার কভারিংয়ের কাজ শুরু করা হয়।’
আরও পড়ুন: শেরপুর সীমান্তে বিদ্যুতায়িত করে হাতি হত্যার অভিযোগ