নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় ভবনে মালামাল তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- শহীদ (৩০) ও তোবারক (৫০)।
শহীদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি চেন কপার হিসেবে কাজ করতেন এবং স্ত্রী ও ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে থাকতেন। নিহত তোবারকও একই এলাকায় থাকতেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০, আটক ১৪
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে জালকুড়ি এলাকায় মালামাল তোলার কাজ করছিলেন শহীদ ও তোবারক। ক্রেন দিয়ে ভবনের নিচ থেকে তৃতীয় তলায় মালামাল তোলা হচ্ছিল। মালামালের সঙ্গে ক্রেনের ওপর দাঁড়িয়েছিলেন তারা।
দুপুর ১২টায় মালামাল তৃতীয় তলায় তোলার পর হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে মালামালসহ তারা নিচে পড়ে যান। এতে মালামালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তোবারক। আর গুরুতর আহত অবস্থায় শহীদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া জানান, শহীদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত