চাচাতো ভাই
পাবনায় উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের চাচাতো ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের ধারণা- পূর্ব শত্রুতার জেরে কেউ হত্যা করে থাকতে পারে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা পৌরসভার গোবিন্দা এলাকার কালেক্টর স্কুল এন্ড কলেজের পেছনে অফিসার্স কলোনির পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এস এম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) পৌরসভার কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
আরও পড়ুন: সিলেটে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
পরিবারের বরাত দিয়ে মোশাররফ হোসেন বলেন, রাত ১টার দিকে অফিসার্স কলোনির পুকুরপাড়ে মাছ ধরতে গিয়েছিলেন। ভোরে পুকুরপাড়ের বাসিন্দারা লাশ দেখে পরিবারকে খবর দেন। এ সময় নিহতের পরিবারের সদস্যরা গিয়ে পুলিশকে খবর দেন।
তিনি বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য আমরা ধারণা করছি- পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সকালে খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: সিলেটে শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
খুলনায় নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
গৃহবধূকে হাতুড়ি দিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে
বগুড়ায় পাওনা ১০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাছলিমা নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিাযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এদিকে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
পরে চাচাত ভাই শাকিব উদ্দিন গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার হাতুড়ি, একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শাকিব বগুড়া সদরের রাজাপুর এলাকার আনিছার রহমানের ছেলে এবং পেশায় ইজিবাইক চালক।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধ, দুই যুবককে হত্যার অভিযোগ
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী শনিবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন শাকিব। তার ইজিবাইকে সমস্যা দেখা দিলে নিশিন্দারা মধ্যপাড়ায় তার প্রতিবেশী চাচাত বোন তাছলিমার বাড়িতে যান। তাছলিমার কাছে হাতুড়ি নিয়ে শাকিব অটোরিকশা মেরামত করেন। তাছলিমা তাকে চানাচুর-বিস্কুট খেতে দেন। সোফায় বসে কথা বলার এক পর্যায়ে তাছলিমা শাকিবকে ধার দেওয়া ১০ হাজার টাকা ফেরত চান। টাকা দিতে দেরি হবে জানালে শাকিবের সঙ্গে তাছলিমার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তাছলিমার মাথায় কয়েকটি আঘাত করেন শাকিব। মেঝেতে পড়ে তাছলিমার মৃত্যু হলে শাকিব তার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।
পুলিশ সুপার আরও বলেন, পরে তাছলিমার স্বামী সিরাজুল রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরলে তাছলিমার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে এবং ছেলে কাজিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ওইদিন রাতেই শাকিবকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ঝিনাইদহে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিাযোগ
গাজীপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যা
১ বছর আগে
কুমিল্লায় প্রতিশোধ নিতে পানিতে চুবিয়ে চাচাতো ভাইকে হত্যা
কুমিল্লার বরুড়ায় এক যুককের বিরুদ্ধে পানিতে চুবিয়ে আপন চাচাতো ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে জামায়াত আমির-সাধারণ সম্পাদকসহ আটক ৫
নিহত ইব্রাহিম খলিল (৭) বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে।
অভিযুক্তের নাম আল আমিন (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার কথা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, তার চাচা মাসুদ রানা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। সেখানে তাকে চাকরি দেন। কিন্তু পছন্দ না হওয়ায় ওই কাজে অপারগতা প্রকাশ করেন সে। এ নিয়ে চাচার সঙ্গে বাকবিতণ্ডা হয়। চাচা তাকে থাপ্পড় মারে। এই ক্ষোভে সে চাচাতো ভাই ইব্রাহিম খলিলকে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে একটি গর্তের পানিতে চুবিয়ে শিশুটিকে তাকে হত্যা করে। হত্যার পর লাশ কচুপাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন মাটি খুঁড়ে লাশ চাপা দেয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানিয়েছেন, অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
১ বছর আগে
দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ চাচাতো ভাই নিহত
দিনাজপুরদিনাজপুরে রংপুর মহাসড়কে আত্রাই নদীর ব্রিজের রেলিংয়ে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
বুধবার রাত সোয়া ৮টার দিকে রংপুর মহাসড়কের নতুন ভূষিরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে আত্রাই নদীর ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক এবং একজন আরোহী নিহত হয়।
আরও পড়ুন: জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
নিহতরা হলেন- সাকিবুল ইসলাম সজিব (২০) দিনাজপুর সদরের বীরগাঁও গ্রামের মোকছেদুল হকের ছেলে। সে দিনাজপুর এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। অন্যদিকে, মাজাহারুল ইসলাম (১৯) একই গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে ফুলবন ফাযিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।
কোতোয়ালি থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, প্রথমে ধারণা করা হয়েছিল অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন নিহত হয়েছে। কিন্তু ঘটনাস্থল পর্যবেক্ষণের সময় ব্রিজের রেলিংয়ে ক্ষতিগ্রস্থ অংশ নজরে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়।
আরও পড়ুন: পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন
ঝিনাইদহের শৈলকুপার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমজাদ হোসেন (৫০) ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নৌকাডুবে নিহত ৩
নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে আমজাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তাকে বেধড়ক মারধর করা হয়।
স্থানীয়রা আমজাদ হোসেনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ফুটবল খেলা চলাকালীন দর্শকদের চাপে ছাদ ধসে যুবকের মৃত্যু
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ বছর আগে
কিশোরগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় বুধবার রাতে ২২ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
নিহত আবিদ হাসান রাহাত ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের আনোয়ার উল হকের ছেলে। তিনি সরকারি গুরুদয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
অভিযুক্ত যুবায়ের (২৬) একই এলাকার শহিদুল হকের ছেলে।
পুলিশ জানায়, রাহাত জেলা শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আসামির ভাগ্নে ফুয়াদকে পড়াতেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুয়াদের বাড়িতে রাহাত ও জুবায়েরের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে যুবায়ের রাহাতকে গলায় ছুড়ি দিয়ে জবাই করে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
কিশোরগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
২ বছর আগে
৯৯৯ এ কল: শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই আটক
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ রবিবার বিকালে এক বাবার ফোন কলে তার শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর চাচাতো ভাইকে আটক করেছে দিনাজপুরের কোতোয়ালী থানার পুলিশ।
আটক রাব্বিকুল ইসলাম নয়ন (২০) দিনাজপুরের বড়াইপুরের মো. রশিদুল ইসলামের ছেলে ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে ভুক্তভোগীর চাচাতো ভাই ।
আরও পড়ুন: ৯৯৯ এ কল : শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই আটক
একজন কলার দিনাজপুরের কোতোয়ালী থানা বড়াইপুর থেকে ফোন করে জানান, ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রী তার শিশুকন্যা এক নিকটাত্মীয় কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে। কলার ৯৯৯ এর কাছে জরুরিভাবে আইনি সহায়তা দেয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ৯৯৯ পুলিশ ডিসপাচার সহকারী উপ পরিদর্শক (এ এস আই) আল মামুন সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে পুলিশী অভিযানের আপডেট নিতে শুরু করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: সমুদ্রে বিকল ট্রলার থেকে ১৫ মৎস্যজীবী উদ্ধার
পরে কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এস আই) মো. জসীম ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুর সাথে কথা বলে ধর্ষণের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত রাব্বিকুল ইসলাম নয়নকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার
৩ বছর আগে