বগুড়ায় পাওনা ১০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাছলিমা নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিাযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এদিকে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
পরে চাচাত ভাই শাকিব উদ্দিন গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার হাতুড়ি, একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শাকিব বগুড়া সদরের রাজাপুর এলাকার আনিছার রহমানের ছেলে এবং পেশায় ইজিবাইক চালক।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধ, দুই যুবককে হত্যার অভিযোগ
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী শনিবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন শাকিব। তার ইজিবাইকে সমস্যা দেখা দিলে নিশিন্দারা মধ্যপাড়ায় তার প্রতিবেশী চাচাত বোন তাছলিমার বাড়িতে যান। তাছলিমার কাছে হাতুড়ি নিয়ে শাকিব অটোরিকশা মেরামত করেন। তাছলিমা তাকে চানাচুর-বিস্কুট খেতে দেন। সোফায় বসে কথা বলার এক পর্যায়ে তাছলিমা শাকিবকে ধার দেওয়া ১০ হাজার টাকা ফেরত চান। টাকা দিতে দেরি হবে জানালে শাকিবের সঙ্গে তাছলিমার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তাছলিমার মাথায় কয়েকটি আঘাত করেন শাকিব। মেঝেতে পড়ে তাছলিমার মৃত্যু হলে শাকিব তার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।
পুলিশ সুপার আরও বলেন, পরে তাছলিমার স্বামী সিরাজুল রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরলে তাছলিমার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে এবং ছেলে কাজিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ওইদিন রাতেই শাকিবকে গ্রেপ্তার করে।