চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হল পূজামণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন বন্ধ রাখার চার ঘণ্টা পর আবারও প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য্য জানান, কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম আন্দরকিল্লায় আয়োজিত মিছিল থেকে জেএম সেন হলের পূজামণ্ডপে হামলার ঘটনায় আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রতিমা বিসর্জনে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করায় মহানগরের অধীনে থানা পূজা কমিটিকে প্রতিমা বিসর্জন শুরু করার জন্য বলে দেয়া হয়েছে। জেএম সেন হলের প্রতিমা বিসর্জন করা হবে নেভাল-২ এলাকায়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর