টি২০ বিশ্বকাপ ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ বাংলাদেশ-স্কটল্যান্ড মুখোমুখি
গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে আজ রবিবার থেকে ওমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ শুরু হতে যাচ্ছে। প্রথম দিন ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্বাগতিক ওমান-পাপুয়া নিউগিনি এবং রাত ৮টায় বাংলাদেশ স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
দেশে গাজী টিভি (জিটিভি), টি স্পোর্টস এবং বিটিভি ম্যাচ সম্প্রচার করবে। এছাড়া রবিটহোল ইউটিউবের মাধ্যমেও দর্শকরা ম্যাচগুলো দেখতে পারবে।
প্রথম ম্যাচের আগে শনিবার বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ পাওয়ার হিটিংয়ের পরিবর্তে স্কিল ব্যাটিংয়ের দিকে বাংলাদেশ বেশি মনোযোগ দেবে বলে জানিয়েছেন।
মাসকাটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জানি অন্যান্য দলের মতো আমাদের পাওয়ার হিটিং ব্যাটার নেই, কিন্তু আমরা আমাদের স্কিল হিটিংয়ে আত্মবিশ্বাসী। বিশ্বকাপে এই দক্ষতার ওপর আমরা বেশি মনোযোগ দেব।’
সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ হেরেছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক মনে করেন এটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করবে না।
সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মুশফিক একজন চ্যাম্পিয়ন ব্যাটার, সে যেকোনো মুহূর্তে ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারে। একজন ক্রিকেটার হিসাবে যেকোনো সময় খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই পারে এবং একই সময়ে আপনি যেকোনো মুহূর্তে ফর্মের ফিরতে পারেন। আমি বিশ্বাস করি মুশফিকের ফর্মে ফিরে আসার জন্য শুধু একটি ভালো ইনিংস দরকার। আমরা তাকে নিয়ে চিন্তা করছি না।’
পড়ুন: ক্রিকেটার মোশাররফ হোসেন আইসিইউতে
মুশফিকের পাশাপাশি সাকিব আল হাসানের ফর্মও বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হতে পারে।
এ নিয়ে রিয়াদ বলেন, ‘সাকিব আজ সকালে (শনিবার) দলে যোগ দিয়েছে। সে সুস্থ আছে। আইপিএল শেষ করে এসে কিছুটা ক্লান্ত, কিন্তু আমার বিশ্বাস সাকিব বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলার জন্য ফিট থাকবে।’
বিশ্বকাপের প্রথম রাউন্ডের পরের ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
পড়ুন: বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন
টি-২০ বিশ্বকাপ: থাকছেন রুবেল, ফিরছেন আমিনুল
৩ বছর আগে
বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন
আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকটে বোর্ড (বিসিবি)।
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের জার্সিটি রেট্রো জার্সি। ২০০৪-২০০৫ সালের জার্সি থেকে আইডিয়া নিয়ে এটি করা হয়েছে। প্লাস্টিক বর্জ্য থেকে এবারের জার্সি তৈরি করা। জার্সিতে রয়েছে বাতাস আসা যাওয়ার ব্যবস্থা যা সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে প্রত্যাশিত অতিরিক্ত আর্দ্রতা থেকে কিছুটা স্বস্তি দেবে।
আড়ংয়ের প্রতিটি আউটলেট এবং তাদের অনলাইন স্টোরে জার্সিটি পাওয়া যাবে। বড়দের জার্সি ১৪০০ টাকা এবং ছোটদের জার্সি ১০০০ টাকায় পাওয়া যাবে।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, বোর্ড পরিচালক মাহবুব আনাম এবং ওবেদ রশিদ নিজাম উপস্থিত ছিলেন।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ: থাকছেন রুবেল, ফিরছেন আমিনুল
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আজ ১২ অক্টোবর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
১৫ অক্টোবর আবার ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে এবং এরপর যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
পড়ুন: ভারতেকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ
ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই
৩ বছর আগে
দুবাই গিয়ে সরাসরি আইসিসি টি-২০ বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে ‘অপো’
দুবাইয়ে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলা মাঠে বসে দেখার সুযোগ করে দিচ্ছে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে অংশ নিয়ে ভাগ্যবানরা বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ওইদিন থেকেই দুবাই ও ওমানে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে।
অপো জানায়, ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের কথা চিন্তা করেই তারা এমন অফার নিয়ে এসেছেন। বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয়ায় এই আনন্দ আরও দ্বিগুণ হয়েছে। আনন্দকে আরও বাড়িয়ে দিতে তারা ‘ড্রিম টু দ্য ওয়ার্ল্ড কাপ, বাই অপো অ্যান্ড উইন ট্রিপ টু দুবাই’ শিরোনামে ক্যাম্পেইন নিয়ে এসেছেন। এখানে যে কেউ অপো ফোন কিনে ভাগ্যবান হলে দুবাইয়ে যাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কাজ করছে অপো
ক্যাম্পেইন চলাকালীন অনলাইন বা অফলাইনে অপোর নির্দিষ্ট মডেলের এফ১৯, এফ১৯ প্রো এবং রেনো৫ স্মার্টফোন কিনলে লটারিতে অংশ নিতে পারবেন। শুধু https://oppobangladesh.com/lottery/ লিংকে প্রবেশ করে ক্রেতার নাম, ফোন নাম্বার, আইএমইআই নাম্বারসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। তারপর অপো ক্যাম্পেইন শেষ হওয়ার সাথে সাথে লাইভ লটারি সিস্টেমে ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করবেন। ভাগ্যবান হলে তবেই মিলবে দুবাইয়ে যাওয়ার সুযোগ।
এখানেই শেষ নয়। কেউ দুবাইয়ে যাওয়ার সুযোগ না পেলেও জিপি, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকরা ২০ জিবি পর্যন্ত ডাটা বান্ডেল অফার পাবেন।
আরও পড়ুন: উন্নত ৫জি অভিজ্ঞতা দিতে একসাথে কাজ করবে অপো-এরিকসন
৩ বছর আগে
টি-২০ বিশ্বকাপ: থাকছেন রুবেল, ফিরছেন আমিনুল
টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে থাকবেন রুবেল হোসেন। সেই সাথে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে থাকা অন্য ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব দেশে ফিরে আসছেন।
অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দুজনেরই থাকার কথা থাকলেও শনিবার বিসিবির নির্বাচক কমিটি জানায়, দলে সঙ্গে আমিনুল নয়, শুধু রুবেল হোসেন থাকবেন।
নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'রুবেল অতিরিক্ত হিসেবে দলের সঙ্গে থাকছেন। ওমানে আমাদের পেস বোলারদের মধ্যে কিছুটা ইনজুরি সমস্যা আছে। তাই, রুবেলকে দলে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
নিয়ম অনুযায়ী রুবেল দলের সঙ্গে থেকে অনুশীলন করতে পারবেন। তবে বিশ্বকাপের ম্যাচগুলোতে দলের সঙ্গে ড্রেসিংরুমে আসতে পারবেন না। ১৫ জনের বিশ্বকাপ দলের খরচ বহন করবে আইসিসি, তবে রুবেলের থাকা-খাওয়ার খরচ দিতে হবে বিসিবিকেই।
১৭ অক্টোবর ওমানে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম দিনেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এর আগে আবুধাবিতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ অক্টোবর ওমানে ফিরবে টাইগাররা।
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারি, রুবেল হোসেন।
আরও পড়ুন: টি-টুয়েন্টি বিশ্বকাপ: ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক পদ ছাড়ছেন বিরাট কোহলি
৩ বছর আগে
টি-টুয়েন্টি বিশ্বকাপ: ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা
ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর ওমানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল।
এর আগে ২ অক্টোবর বাংলাদেশ দলের সদস্যদের করোনা পরীক্ষা করা হবে। টাইগাররা ৪ অক্টোবর মাস্কাটে পৌঁছবে এবং পরের দিন অনুশীলন শুরু করবে।
১২ ও ১৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ৯ অক্টোবর আমিরাতে চলে যাবে টাইগাররা। ১৫ অক্টোবর আবার ওমান ফিরে যাবে বাংলাদেশ দল।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে এবং এরপর যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
পড়ুন: বিশিষ্ট ক্রিকেট কোচ জালাল চৌধুরী মারা গেছেন
৯ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে।
ঘোষিত দল: মাহমুদুউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শামীম হোসেন ।
১৫ সদস্যের স্কোয়াডের পাশাপাশি রুবেল হোসেন এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে সফর করবেন।
পড়ুন: ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক পদ ছাড়ছেন বিরাট কোহলি
টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
৩ বছর আগে
তামিমকে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে আনার দাবি
তামিম ইকবালকে টি-২০ টিমে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে চট্টগ্রামের তামিম ভক্তরা মঙ্গলবার বিকেলে ছাত্রনেতা সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা।‘ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসী’ ব্যানারে নগরীর কাজীর দেউড়ি চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, তামিমকে ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দেয়া হয়েছে। কিন্তু এইজন্য তামিমের অভিমানকে দায়ী করা হচ্ছে। তারা বলেন, বিসিবিতে নীলনকশা চলছে। মাশরাফি বিন মুর্তজাকে অপমানজনকভাবে বিদায়, টেস্ট থেকে অভিমানে মাহমুদ উল্লাহর সরে দাঁড়ানো, উইকেট কিপিং থেকে মুশফিকের সরে দাঁড়ানো এবং অভিমানে তামিম ইকবালের দূরে থাকা- সব বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্রের নীলনকশা। এসব কিছুই বিশ্ব ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশকে দমিয়ে রাখার ষড়যন্ত্র।
আরও পড়ুন: টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিমতারা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংএ তামিমের বিকল্প নেই। তামিমের বিকল্প তামিমই। আমরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। প্রধানমন্ত্রী বিসিবি সভাপতি, কোচ, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তামিমের সাথে বসবেন আশা করি। তামিমকে ফিরিয়ে আনবেন। বিসিবির সাথে সিনিয়র ক্রিকেটারদের সাথে যে মনোমালিন্য, রাগ অভিমান চলছে তা নিরসন করবেন’।মানববন্ধনে ক্রিকেট প্রেমীরা আরও বলেন, বিসিবি তামিমকে নেপালে অনুষ্ঠিতব্য টি-২০ লীগে খেলার অনুমতি দিচ্ছে। কিন্তু নিজের মাতৃভূমির পক্ষে খেলানোর জন্য চেষ্টা করছেন না। আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তামিমের ক্যারিয়ার ও বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের পাঁয়তারা করছে দেশীয় ও বৈশ্বিক ক্রিকেট মাফিয়ারা। আমারা চাই তামিম ফিরে আসুক। আর তামিমের প্রতি অনুরোধ করছি রাগ অভিমান ছেড়ে দেশ মাতৃকার টানে টি-২০ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত বিবেচনা করার। আমরা তামিমকে ছাড়া টি-২০ বিশ্বকাপ মানি না, মানব না। প্রয়োজনে আমরা আরও কর্মসূচি পালন করবো।
আরও পড়ুন: এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম ইকবালওমর কাইয়ুম এবং নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জাকির হোসেন, মো. মামুন, মিঠুন বৈষ্ণব, মো. বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মো. ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মো. জুয়েল, মামুন, ওমর ফারুক প্রমুখ।
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চাঁদপুরের শামীম, এলাকায় আনন্দের বন্যা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা পোয়েছেন চাঁদপুরের প্রথম ক্রিকেটার শামীম পাটোয়ারি। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুরের ফরিদগঞ্জের শামীম পাটোয়ারীর বাড়ি ও আশপাশে বইছে আনন্দের বন্যা।
ছেলের এমন অর্জনে বাবা, মা, এলাকাবাসী এবং তার প্রথম কোচ সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকীও বেশ খুশি।
আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে কথা হয় ক্রিকেটার শামীম পাটোয়ারীর পরিবারের সদস্যদের সাথে।
শামীমের বাবা মো. আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ‘আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার ছেলে প্রথম বারের মতো বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলবে। আমার অন্তর অনেক খুশি। আমি আমার এলাকাবাসীসহ পুরো দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমার ছেলে আরও উপরে যেতে পারে।’
শামীমের মা রীনা বেগম বলেন, ‘আমরা অনেক খুশি, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন অনেক ভালো খেলতে পারে।’
শামীম পাটোয়ারীর চাচা সমাজসেবী আনোয়ার হোসেন খোকনও দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন
এসময় সেখানে ছুটে আসেন অনেক এলাকাবাসী। প্রিয় সন্তানের এমন অর্জনে তারা সবাই বেশ আনন্দিত। আনন্দ প্রকাশ করেন এলাকার তরুণরা। এলাকাবাসীও শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
যার হাতে শামীমের প্রথম ক্রিকেটের হাতেখড়ি সেই ক্রিকেট কোচ চাঁদপুরের সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকী আলাপকালে ইউএনবিকে বলেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ঠাঁই পেয়েছে চাঁদপুরের শামীম পাটোয়ারী। শামীম শুধু চাঁদপুর নয়, গোটা দেশের জন্য সম্মান কুড়িয়ে এনেছেন। আমরা তার জন্য দোয়া করছি যেন আগামীতে সে আরও ভালো পারফরম্যান্স করে।’
৩ বছর আগে
টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবির এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করা হয়। আগামী ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
১৫ সদস্যের স্কোয়াডের পাশাপাশি রুবেল হোসেন এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে সফর করবেন।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, 'আমরা কিছুদিন ধরে টি -টোয়েন্টিতে ভালো করছি। আশা করছি বিশ্বকাপে ভালো করতে পারব।'
আরও পড়ুন: কিউইদের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
তবে প্রস্তুতির অভাবে মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোই এই টুর্নামেন্টে বাংলাদেশ অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে মিস করতে চলেছে।
মিনহাজুল বলেন, 'দল তাকে মিস করবে, কিন্তু এটা তার সিদ্ধান্ত।' মিনহাজুল তামিম সম্পর্কে বলেন, 'সে প্রতিটি ফরম্যাটে আমাদের সেরা ক্রিকেটারদের একজন। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে সে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি সে ফিট হয়ে দলে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত হবে।‘
তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশের ব্যাটিং উদ্বোধন করবেন লিটন দাস, সৌম্য সরকার এবং মোহাম্মদ নাইম। মিনহাজুলের মতে, টি -টোয়েন্টি বিশ্বকাপ তাদের যোগ্যতা প্রমাণের জন্য একটি বড় সুযোগ হিসেবে এসেছে।
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের
বাংলাদেশের অনূর্ধ্ব -১৯ দলের ক্রিকেটার শামীম হোসেনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। এ ব্যাপারে মিনহাজুল গণমাধ্যমকে বলেন, 'জিম্বাবুয়ে সিরিজের পর থেকে সে জাতীয় দলের অংশ। সে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দলের হয়ে ভালো খেলেছে। আমরা বিশ্বাস করি সে যে স্টাইল অনুসরণ করে তা তাকে টি -টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে সাহায্য করবে,’
অন্যান্য দলের অধিকাংশই তাদের মূল দলে কমপক্ষে একজন লেগ স্পিনার অন্তর্ভুক্ত করলেও আমিনুলকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে যুক্ত করেছে বাংলাদেশ।
এদিকে এবারই প্রথম টি -টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে নাইম, লিটন, আফিফ, সোহান, মেহেদী, সাইফুদ্দিন, নাসুম, শরিফুল এবং শামীম ।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং এরপর যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: কোয়ারেন্টাইন বিতর্কে ব্রাজিলে মাঠ ছাড়ল মেসি বাহিনী
ঘোষিত দল: মাহমুদুউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শামীম হোসেন ।
৩ বছর আগে