টি-২০ বিশ্বকাপ ২০২১
অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়
নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসদের আট উইকেট ও ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অজিরা।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ব্ল্যাক ক্যাপসরা। অজি বোলার হ্যাজেলউড চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন।
পড়ুন: অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, কে হাসবে শেষ হাসি
জবাবে ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক অ্যারন ফিঞ্চক হারায় অস্ট্রেলিয়া। তবে তিনে নামা মিচেল মার্শকে নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান করেন। ওয়ার্নার চারটি চার এবং তিনটি ছয়ে ৩৮ বলে ৫১ রান করেন। মার্শ ছয়টি চার এবং তিনটি ছয়ে ৫০ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে করেন ২৮ রান। শেষ পর্যন্ত ১৮ দশমিক ৫ ওভারে ১৭৩ রান করে প্রথমবারে মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার।
এদিকে ২০১৫ এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও অজিদের কাছে হারল নিউজিল্যান্ড। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও ব্ল্যাক ক্যাপসরা ইংল্যান্ডের কাছে হেরেছিল।
পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
২ বছর আগে
অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, কে হাসবে শেষ হাসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা ঘরে তুলতে আজ (১৪ নভেম্বর) দুবাইয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
ক্রিকেটের ছোট ফরম্যাটে এর আগে ছয়টি ছয়টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড শিরোপা জয়ের স্বাদ পায়নি।
২০১০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার। তবে এবার তারা শিরোপা ঘরে তুলতে বদ্ধপরিকর। অন্যদিকে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডও সুযোগ হাতছাড়া করতে চায় না।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ শনিবার বলেছেন, ‘ছেলেরা সবাই ভালো খেলার জন্য প্রস্তুত। আমি মনে করি নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দুর্দান্ত ম্যাচ হবে। তারা চমৎকার একটি দল।’
এর আগে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দুদল একে অপরের মুখোমুখি হয়েছিল। মেলবোর্নে সেই ম্যাচে সাত উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড।
এরপর ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালেও ব্ল্যাকক্যাপরা ইংল্যান্ডের কাছে হেরে যায়। আইসিসি বিশ্বকাপ ইভেন্টে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিউজিল্যান্ডের টানা চতুর্থ ফাইনাল। চলতি বছরের শুরুতে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে জয়লাভ করেছিল।
আরও পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ
সেমিফাইনালে পাকিস্তানকে পরাজিত করার আগে অস্ট্রেলিয়া সুপার টুয়েলভে খেলা পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে নিউজিল্যান্ডও চারটিতে জয় পেয়েছে।
দুবাইয়ে আজকের ফাইনালে টস বড় ভূমিকা রাখতে পারে। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পাঁচটি জয়ই এসেছে পরে ব্যাট করে। চলতি বিশ্বকাপে দুবাইয়ে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে ১১টি ম্যাচ জিতেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল।
বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচের মতো ফাইনালেও স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার অ্যাডাম জাম্পা। ফাইনালে মুগ্ধ করার সব ক্ষমতাই আছে তার। যদিও অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ বিশ্বাস করেন যে দায়িত্ব কারও একার ওপর বর্তায় না।
ফিঞ্চ বলেন, ‘আমি মনে করি আগে যেমনটি বলেছি, পুরো টুর্নামেন্টে কোনো না কোনো সময়ে আমাদের একাদশের প্রত্যেকেরই ম্যাচ জেতানো অবদান ছিল, যা সত্যিই দলের জন্য ভালো। আমি মনে করি না এটি একজন ব্যক্তির ওপর নির্ভর করে।’
ফিঞ্চের মতে, বিশ্বকাপ ফাইনালের মতো খেলায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাদের দায়িত্ব পালন করতে হবে।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলাইমসনও তার দেশের হয়ে বিশ্বকাপ জয়ের জন্য মুখিয়ে আছেন।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘এই বিশ্বকাপ জেতা আমাদের অনেক অর্জন হবে। কিন্তু আপনি জানেন, এই মুহূর্তে আমাদের আরেকটি ম্যাচ বাকি রয়েছে এবং আমরা সেই দিকেই মনোনিবেশ করছি।’
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন
ফাইনালে নিউজিল্যান্ড তাদের উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়েকে পাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে আউট হওয়ার পর হতাশা থেকে ব্যাটে ঘুষি মেরে হাতে চোট পান তিনি।
উইলিয়ামসন বলেন, অবশ্যই ডেভনকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। সে আমাদের সব ফরম্যাটের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ফাইনালে জয়ের জন্য আমাদের সব খেলোয়াড় নিজেদের সেরা দিতে প্রস্তুত রয়েছে।
বিশ্বকাপ ফাইনালের আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ১৪টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে।এর মধ্যে অস্ট্রেলিয়া নয়টি জিতেছে এবং মাত্র চারটিতে হেরেছে।
২ বছর আগে
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
ড্যারিল মিচেল এবং জেমস নিশামের অতিমানবীয় ব্যাটিংয়ে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
বুধবার রাতে আবুধাবিতে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৫৭ রান। মিচেল এবং নিশাম ১৭তম এবং ১৮তম ওভারে যথাক্রমে ২৩ এবং ১৪ রান নিয়ে জয় অনেকটা সহজ করে নেন। শেষ দুই ওভারে কিউইদের প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভারে মিচেল দুটি ছক্কা এবং একটি চারে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেন।
মিচেল ৪৭ বলে চারটি চার ও সমান ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন। নিশাম খেলা শেষ করে আসতে না পারলেও ১১ বলে তিন ছক্কা ও একটি চারে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে ৩৮ বলে ৪৬ রান করেন।
প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল দুই উইকেটে ৫৮ রান। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০৯ রান, কিন্তু ৯ ওভারেই তারা এই রান তুলে নেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম সেমিতে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি
এর আগে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মঈন আলীর ৩৭ বলে ৫১ রানের উপর ভর করে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েন।
১৯৮৩ সালের পর ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পরাজিত হয়। এর আগে তারা টানা পাঁচটি বিশ্বকাপ সেমিফাইনালে জিতেছিল।
দুবাইয়ে আজ (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। জয়ী দলের সাথে ১৪ নভেম্বর কিউইরা ফাইনালে মুখোমুখি হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
২ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম সেমিতে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮ টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল এবার মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে।
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দু’দলই বিশ্বকাপের সুপার টুয়েলভে চারটি করে ম্যাচ জিতেছে।
ইংল্যান্ড গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেট বেশ ভালো খেলছে। এদিকে নিউজিল্যান্ডও সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির চারটি বড় টুর্নামেন্টের মধ্যে তিনটিতে ফাইনালে উঠেছে।
আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা করতে বিসিবির কমিটি গঠন
চোট পেয়ে ইংল্যান্ডের ওপেনার জেসন রয় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় জেমস ভিন্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বলেছেন, রয়কে হারানো বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা। তবে রয়ের জায়গায় যে সুযোগ পেয়েছে সে-ও ভালো করতে প্রস্তুত রয়েছে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেছেন, ২০১৯ সালে লর্ডসে ফাইনাল হারার স্মৃতির সাথে আজকের ম্যাচের কোনো সম্পর্ক নেই।
বিশ্বকাপে দারুণ ফর্মে থাক ইংল্যান্ডের জস বাটলার একটি সেঞ্চুরিসহ ২৪০ রান করেছেন। অপরদিকে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার মার্টিন গাপটিল। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ১৭৬ রান।
দুবাইয়ে আগামীকাল (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ফাইনাল হবে ১৪ নভেম্বর।
আরও পড়ুন: আফগানদের হারিয়ে সেমিতে নিউজিল্যান্ড, বিদায় ভারতের
বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরল টাইগাররা
২ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বিকালে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
সুপার টুয়েলভে নিজেদের তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বাস্তবতা হচ্ছে আগামী দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলার কোনো আশাই নেই বাংলাদেশেরে। তবে টাইগাররা পরের দুই ম্যাচ জিতে বিশ্বকাপ মিশন শেষ করতে চায়।
সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচেই খুব কাছে গিয়ে আমরা হেরেছি। এই বিশ্বকাপে সম্ভবত আমাদের সুযোগ শেষ হয়ে গেছে, কিন্তু আগামীকাল জন্য আমাদের অনেক কিছু খেলার আছে। ছেলেরা ভালো পারফরম্যান্স করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
দক্ষিণ আফ্রিকা ঐতিহ্যগতভাবে স্পিনের বিরুদ্ধে কিছুটা দুর্বল। ডমিঙ্গো ইঙ্গিত দিয়েছেন যে দক্ষিণ আফ্রিকাকে হারাতে টাইগাররা তাদের স্পিনের ওপর বেশি নির্ভর করবে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবেন না তামিম
বাংলাদেশ কোচ বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে দক্ষিণ আফ্রিকায় কাজ করেছি, আমরা জানি যে তারা স্পিনে যেভাবে খেলে তাতে সবসময় একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে। আশা করি, কন্ডিশন আগামীকাল আমাদের সাহায্য করবে। কিছু কিছু ক্ষেত্র আছে যখন আমরা তাদের বিরুদ্ধে খেলব তখন কাজে লাগাতে চাই। আজ সকালে আমাদের মধ্যে কিছু ভালো আলোচনা হয়েছে।’
পিঠের চোটের কারণে আগেই মোহাম্মদ সাইফুদ্দিনকে হারিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে আর অংশ নেবেন না এই অলরাউন্ডার। এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসানও। ডমিঙ্গো বলেছেন, সাকিবকে না পাওয়া দলের জন্য একটি বড় ধাক্কা।
সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে একাদশে পরিবর্তন আনতে হবে। মঙ্গলবার সুযোগ পেতে পারেন তরুণ অলরাউন্ডার শামীম হোসেন।
উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানও কালকের ম্যাচে নিশ্চিত নয়। ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি আঘাত পেয়েছেন এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলতে পারেন নি।
এদিকে বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গোকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হচ্ছে।
এ বিষয়ে তিনি বলেন, ‘সৌভাগ্যবশত আমি সোশ্যাল মিডিয়ায় নেই। আমি এগুলো পড়ি না। আমি যখন মাছ ধরতাম তখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতাম। ক্রিকেটে আসার পর এটা বাদ দিয়েছি।’
পড়ুন: বিশ্বকাপে সাকিবকে আর পাবে না বাংলাদেশ
৩ বছর আগে
৩ রানের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও তিন রানে হেরেছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের জন্য।
শারজায় ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করতে পারে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল টাইগারদের। ব্যাটিংয়ে তখন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন। বাউন্ডারিহীন আন্দ্রে রাসেলের ওই ওভারে রিয়াদ-আফিফ ৯ রান নিতে পারে।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪২ রান করে ক্যারিবীয়রা। দলের হয়ে নিকোলাস পুরান ২২ বলে ৪০, রোস্টন চেজ ৪৬ বলে ৩৯ এবং জেসন হোল্ডার মাত্র ৫ বলে ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী, মুস্তাফিজ এবং শরীফুল দুটি করে উইকেট নেন।
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৫০ রানে ৩ উইকেট নেই ক্যারিবীয়দের
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ। মাহেদী হাসান তার প্রথম তিন ওভারে মাত্র ১১ রান দিয়ে দুটি উইকেট এবং মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভারে এভিন লুইসকে ফিরিয়ে দিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়রা ১০.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৫০ রান করেছে।
উইকেটে আছেন অধিনায়ক পোলার্ড এবং রোস্টন চেজ।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বাহাতি ব্যাটিং লাইনআপের বিবেচনায় এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে। আগের ম্যাচে খেলা বাহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও আজকের ম্যাচে খেলছেন না। সৌম্য সরকারকে একাদশে রাখা হয়েছে।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এরপর তারা ইংল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে।
অপরদিকে, টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও সুপার টুয়েলভে এখনো কোনো জয় পায়নি। তারা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে।
এই ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে মরিয়া টাইগাররা
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সেমিফাইনালে খেলার লড়াইয়ে টিকে থাকতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বাহাতি ব্যাটিং লাইনআপের বিবেচনায় এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে। আগের ম্যাচে খেলা বাহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও আজকের ম্যাচে খেলছেন না। সৌম্য সরকারকে একাদশে রাখা হয়েছে।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এরপর তারা ইংল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে।
অপরদিকে, টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও সুপার টুয়েলভে এখনো কোনো জয় পায়নি। তারা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে।
এই ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে মরিয়া টাইগাররা
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডি একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেট কিপার), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, রবি রামপল।
পড়ুন: সুপার টুয়েলভে দ্বিতীয় হার টাইগারদের
৩ বছর আগে
টি-২০ বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিযোগিতায় টানা দ্বিতীয় পরাজয় স্বীকার করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম খেলায় হেরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম জয়।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে জিততে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ
প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৩ রান করে। এভিন লুইস ৩৫ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় ৫৬ রান করেন এবং লেন্ডল সিমন্স ৩৫ বল খেলে ১৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ডোয়াইন প্রিটোরিয়াস তিনটি এবং কেশব মহারাজ দুটি করে উইকেট নেন।
জবাবে দক্ষিণ আফ্রিকা ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.২ ওভারে আট উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডের ডুসেন যথাক্রমে ৫১ ও ৪৩ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারাল আফগানিস্তান
৩ বছর আগে
স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারাল আফগানিস্তান
অফস্পিনার মুজিব উর রহমান এবং লেগস্পিনার রশিদ খানের দুর্দান্ত বোলিং তুপে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে স্কটল্যান্ডকে বড় ব্যধানে হারিয়েছে আফগানিস্তান।
সোমবার রাতে শারজাহতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯০ রান করে আফগানিস্তান। দলের পক্ষে নাজিবুল্লাহ জাদরান ৫৯, রহমতুল্লাহ গুরবাজ ৪৬ এবং ওপেনার হযরত উল্লাহ জাজাই ৪৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে মুজিব উর রহমানের পাঁচ এবং রশিদ খানের চার উইকেটে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।
আরও পড়ুন: স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান
আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাহিরু, লিটনকে জরিমানা
৩ বছর আগে