চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ। মাহেদী হাসান তার প্রথম তিন ওভারে মাত্র ১১ রান দিয়ে দুটি উইকেট এবং মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভারে এভিন লুইসকে ফিরিয়ে দিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়রা ১০.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৫০ রান করেছে।
উইকেটে আছেন অধিনায়ক পোলার্ড এবং রোস্টন চেজ।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বাহাতি ব্যাটিং লাইনআপের বিবেচনায় এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে। আগের ম্যাচে খেলা বাহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও আজকের ম্যাচে খেলছেন না। সৌম্য সরকারকে একাদশে রাখা হয়েছে।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এরপর তারা ইংল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে।
অপরদিকে, টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও সুপার টুয়েলভে এখনো কোনো জয় পায়নি। তারা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে।
এই ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।