টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও তিন রানে হেরেছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের জন্য।
শারজায় ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করতে পারে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল টাইগারদের। ব্যাটিংয়ে তখন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন। বাউন্ডারিহীন আন্দ্রে রাসেলের ওই ওভারে রিয়াদ-আফিফ ৯ রান নিতে পারে।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪২ রান করে ক্যারিবীয়রা। দলের হয়ে নিকোলাস পুরান ২২ বলে ৪০, রোস্টন চেজ ৪৬ বলে ৩৯ এবং জেসন হোল্ডার মাত্র ৫ বলে ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী, মুস্তাফিজ এবং শরীফুল দুটি করে উইকেট নেন।