টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।
রবিবার শারজাহতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমের দারুণ ফিফটিতে লঙ্কানদের ১৭২ রানের টার্গেট দেয় টাইগাররা।
পরে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন চারিথ আসালঙ্কা। তিনি ৪৯ বল খেলে ৮০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ভানুকা রাজাপাকসা ৩১ বলে ৫৩ ও পাথুম নিসানকা ২১ বলে ২৪ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও নাসুম আহমেদ। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি উইকেট।
এর আগে মোহাম্মদ নাঈম ও মুশফিকের ফিফটিতে বর করে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। নাঈম ৫২ বলে ৬২ করে আউট হন এবং ৩৭ বলে ৫৭ করে অপরাজিত থাকেন মুশফিক।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন। রবিবার শারজাহতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে পাকিস্তানি কিংবদন্তি খেলোয়াড় শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে এ রেকর্ড নিজের করে নেন তিনি।
বাংলাদেশি তারকা খেলোয়াড় সাকিব ২৯ ম্যাচে ৪১ উইকেট সংগ্রহ করে এ তালিকার শীর্ষে আছেন। এর আগে সমান ৩৯ উইকেট নিয়ে সাকিব ও আফ্রিদি যৌথভাবে শীর্ষে ছিলেন।
বৃহস্পতিবার মাস্কাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলায় পাপুয়া নিউগিনির বিরুদ্ধে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট নেন সাকিব। যা তাকে এই রেকর্ডে পৌঁছে দেয়। আর সাকিবের অল্প রানে চার উইকেট নেয়া বাংলাদেশকে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৮৪ রানের বিশাল জয় এনে দেয়। এছাড়া এ জয়ের ফলে বিশ্বকাপে টাইগারদের সুপার টুয়েলভে স্থানটিও নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন: সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
বিশ্বকাপের সুপার টুয়েলভে টাইগাররা
ওমানের বিপক্ষে জয় 'টাইগারদের জন্য বড় স্বস্তি'
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহমানের দারুণ ব্যাটিংয়ে বর করে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেছে বাংলাদেশ।
রবিবার শারজাহতে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় লঙ্কানরা।
প্রথম উইকেটে লিটস দাস ও নাঈম ৪০ রান করে যা একটি বড় সংগ্রহের ভিত্তি হিসেবে কাজ করে বাংলাদেশের জন্য।
১৬ রানে লিটন ও ১০ রানে সাকিব আল হাসান ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে নাঈম ও মুশফিক ৫১ বলে ৭৩ রান করেন।
এদিকে এই বিশ্বকাপে নাঈম তার দ্বিতীয় অর্ধ শতকের দেখা পেয়ছেন। এর আগে ওমানের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে তিনি অর্ধ শত করেন। ৫২ বলে ৬২ করে আউট হন নাঈম।
মুশফিকুর রহিম ৩২ বলে ফিফটি করেন। টি-টোয়েন্টিতে ১২ ইনিংস খেলে এটা তার প্রথম অর্ধশতক।
৩৭ বলে ৫৭ করে মুশফিক ও পাঁচ বলে ১০ রান করে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন।
আরও পড়ুন: সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
বিশ্বকাপের সুপার টুয়েলভে টাইগাররা
সুপার টুয়েলভে খেলার আশায় পাপুয়া নিউগিনির মুখোমুখি বাংলাদেশ
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে।
একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। সোম্য সরকারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ছয় রানে পরাজিত হয় বাংলাদেশ। এতে বিশ্বকাপের সুপার ১২তে যাওয়ার পথটা বেশ কঠিন হয়ে উঠে বাংলাদেশের জন্য।
বিশ্বকাপের সুপার ১২তে থাকতে হলে বাংলাদেশকে প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচ জিততেই হবে। আর বাংলাদেশ যদি আজকে হেরে যায় সেক্ষেত্রে বিশ্বকাপের পরবর্তী ধাপে যেতে অন্যদের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে টাইগারদের।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওমানের বিপক্ষে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওমানের বিপক্ষে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল। এছাড়া এ ম্যাচে হারের ফলে সুপার ১২তে যাওয়ার পথটাও বেশ কঠিন হলো টাইগারদের জন্য। মঙ্গলবার রাত ৮টায় স্বাগতিক ওমানের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে আজকের ম্যাচে টাইগার একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকারের পরিবর্তে মোহাম্মদ নাঈম দলে ডাক পেতে পারেন।
বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো জানান, এটা খুব জটিল সিদ্ধান্ত ছিল। মাহমুদউল্লাহ পিঠের সমস্যার কারণে বল করতে পারতো না। এই জন্য সৌম্য খেলেছে।
তিনি বলেন, ‘নাঈম আমাদের জন্য দুর্দান্ত। যদি মাহমুদউল্লাহ তাঁর সমস্যা কাটিয়ে ভালো অনুভব করেন তাহলে নাঈম সুযোগ পেতে পারেন।’
এছাড়া আফিফকে প্রথম দিকে ব্যাট করার সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের সুপার ১২তে থাকতে হলে বাংলাদেশকে প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচ জিততেই হবে। আর বাংলাদেশ যদি আজকে হেরে যায় সেক্ষেত্রে বিশ্বকাপের পরবর্তী ধাপে যেতে অন্যদের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে টাইগারদের।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে হারার পর মঙ্গলবার অত্যন্ত গুরত্বপূর্ণ ম্যাচে ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আল আমিরাত ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ছয় রানে পরাজিত হয় টাইগাররা।
প্রথম ম্যাচে ১৪১ রানের মাঝারি টার্গেটে খেলতে নেমে রান তুলতে না পারায় ব্যাটসম্যানদের সমালোচনা করেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিতও দেন টাইগার অধিনায়ক।
স্কটল্যান্ডের কাছে হারায় বাংলাদেশের সুপার ১২তে যাওয়ার পথটা আরও কঠিন হয়ে গেলো। সুপার ১২তে থাকতে হলে বাংলাদেশকে এখন ওমানের বিরুদ্ধে জিততেই হবে।
যদি ওমানের বিরুদ্ধে টাইগাররা পরাজিত হয় এবং স্কটল্যান্ড পাপুয়া নিউগিনিকে পরাজিত করে তাহলে প্রথম রাউন্ড থেকে বাংলাদেশ বাদ পড়বে।
এছাড়া বাংলাদেশ যদি ওমান ও পাপুয়া নিউগিনিকে হারায় এবং ওমান ও স্কটল্যান্ডও যদি পাপুয়া নিউগিনিকে হারায় সেক্ষেত্রে রান রেটের ওপর ভিত্তি করে তাদের পরাজিত করতে হবে টাইগারদের।
আরও পড়ুন: হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে বাংলাদেশের বিপক্ষে ১৪১ রান তুলতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড।
রবিবার রাতে ওমানের রাজধানী মাস্কাটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। এবারের আসরে এটি বাংলাদেশ ও স্কটল্যান্ড উভয় দলের প্রথম ম্যাচ।
বাংলাদেশের হয়ে ১৯ রান ব্যয় করে সর্বোচ্চ তিন উইকেট নেন মেহেদী হাসান। এছাড়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট।
স্কটল্যান্ডের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গ্রিভস। তিনি চারটি চার ও দুটি ছয়ে এ রান সংগ্রহ করেন।
এবারের বিশ্বকাপ আসরে ভালো সূচনা করতে হলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশকে ১৪১ রান করতে হবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সি, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ ও ব্র্যাডলি হুইল।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ বাংলাদেশ-স্কটল্যান্ড মুখোমুখি
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ বাংলাদেশ-স্কটল্যান্ড মুখোমুখি
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ সময় ৮টায় ম্যাচটি শুরু হয়েছে।
টসে জেতার পর মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাট করার জন্য উইকেট ভালো মনে হচ্ছে। তবে আমরা তাড়া করতে চাই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। একাদশে আমরা তিনজন অলরাউন্ডার রেখেছি।’
সৌম্য সরকারের সঙ্গে লিটন দাস বাংলাদেশের হয়ে ওপেন করবেন। এছাড়া মোস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন এবং তাঁকে সহযোগিতা করবেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।
স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান এবং তিনি সঙ্গী হিসেবে পাবেন মেহেদী হাসানকে।
৩ বছর আগে