টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহমানের দারুণ ব্যাটিংয়ে বর করে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেছে বাংলাদেশ।
রবিবার শারজাহতে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় লঙ্কানরা।
প্রথম উইকেটে লিটস দাস ও নাঈম ৪০ রান করে যা একটি বড় সংগ্রহের ভিত্তি হিসেবে কাজ করে বাংলাদেশের জন্য।
১৬ রানে লিটন ও ১০ রানে সাকিব আল হাসান ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে নাঈম ও মুশফিক ৫১ বলে ৭৩ রান করেন।
এদিকে এই বিশ্বকাপে নাঈম তার দ্বিতীয় অর্ধ শতকের দেখা পেয়ছেন। এর আগে ওমানের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে তিনি অর্ধ শত করেন। ৫২ বলে ৬২ করে আউট হন নাঈম।
মুশফিকুর রহিম ৩২ বলে ফিফটি করেন। টি-টোয়েন্টিতে ১২ ইনিংস খেলে এটা তার প্রথম অর্ধশতক।
৩৭ বলে ৫৭ করে মুশফিক ও পাঁচ বলে ১০ রান করে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন।
আরও পড়ুন: সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ