টি-টোয়েন্টি বিশ্বকাপে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে বাংলাদেশের বিপক্ষে ১৪১ রান তুলতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড।
রবিবার রাতে ওমানের রাজধানী মাস্কাটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। এবারের আসরে এটি বাংলাদেশ ও স্কটল্যান্ড উভয় দলের প্রথম ম্যাচ।
বাংলাদেশের হয়ে ১৯ রান ব্যয় করে সর্বোচ্চ তিন উইকেট নেন মেহেদী হাসান। এছাড়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট।
স্কটল্যান্ডের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গ্রিভস। তিনি চারটি চার ও দুটি ছয়ে এ রান সংগ্রহ করেন।
এবারের বিশ্বকাপ আসরে ভালো সূচনা করতে হলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশকে ১৪১ রান করতে হবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সি, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ ও ব্র্যাডলি হুইল।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ