জেল-জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৮ জনের জেল-জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে অভয়আশ্রম মেঘনা নদীতে মাছ শিকার করায় আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকাল দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ৩ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
এসময় তাদের কাছ থেকে দুইটি মাছ ধরার ট্রলার ও ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে দুই জেলে ও দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে দুইটি মাছ ধরার ট্রলার ও ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
আরও পড়ুন: শেরপুরে ৩টি হাসপাতাল ও ডায়াগনোসিস সেন্টার সিলগালা, ২টির জরিমানা
মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৫ জেলেকে জরিমানা
৩৯৫ দিন আগে
সিলেটে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল-ঈদগাহ বাজারে মৃত গরুর মাংস বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মাংস ব্যবসায়ী ফখরুল ইসলাম স্থানীয় মুক্তাপুর গ্রামের ফকির আলীর ছেলে।
আরও পড়ুন: সিলেটে বিএসটিআইয়ের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, বৃহস্পতিবার ফখরুল ইসলাম ও তার আরও ২ সহযোগীকে নিয়ে বাজারে গরুর মাংস বিক্রি করতে থাকেন। অনেক ক্রেতা মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে গেলে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি তাৎক্ষণিক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আম্বিয়াসহ নেতাদের জানান।
পরে সমিতির নেতারা বাজারে গিয়ে দেখতে পান মাংস থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এসময় ব্যবসায়ী ফখরুল ইসলাম মাংসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় রায়পুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে নাজিম উদ্দিন তাকেসহ আব্দুল বাছিত ও আব্দুল হামিদকে ১ হাজার ৫০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে মৃত গরুর মাংস বিক্রি করতে বলেছে।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানতে উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি-সম্পদ অফিসের কর্মকর্তা জসিম উদ্দিনকে নিয়ে চতুল ঈদগাহ বাজারে যান।
পরে প্রাণিসম্পদ হাসপাতালের কর্মকর্তা জসিম উদ্দিন মাংস পরীক্ষা করে মৃত গরুর পঁচা মাংস হিসেবে শনাক্ত করেন। তখন পঁচা মাংস জব্দ করে বাজারের পাশে মাটির গর্তে পুতে ফেলেন ভূমি কমিশনার ফয়সাল আহমেদ।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, মাংস বিক্রির বিষয়টি ব্যবসায়ী ফখরুল ইসলাম স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ীকে থানা পুলিশের মাধ্যমে সিলেট জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে সাড়ে ৫ লাখ টাকার চায়না জাল ধ্বংস, ৫ জেলেকে জরিমানা
দক্ষিণ সিটির ৯ স্থাপনাকে লাখ টাকা জরিমানা
৫৩৫ দিন আগে
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের জেল-জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শনিবার ভোরের দিকে একজন এবং তার আগে শুক্রবার রাতে তিন জেলেকে আটক করে উপজেলা প্রশাসন।
অভিযানে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জাহাঙ্গীর আলম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধনের দায়ে তিন জেলেকে ১৬ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে এবং এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করাসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: শুক্রবার থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মা ইলিশ সংরক্ষণ অভিযানে পুলিশের ওপর হামলা: ৩১২ জনকে আসামি করে মামলা
মেঘনায় মা ইলিশ ধরায় ৮ জেলের কারাদণ্ড
৮৯৭ দিন আগে
মানিকগঞ্জে বিনা কারণে ঘর থেকে বের হলে জেল-জরিমানা
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল-জরিমানা করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
১৭৮২ দিন আগে
ভালোবাসা দেয়ার দিন শেষ, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনে আইন প্রয়োগ: ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো আবদুল হাই রবিবার বলেছেন, ভালোবাসা দেয়ার দিন শেষ, এখন থেকে প্রয়োজনে আইন প্রয়োগ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা হবে।
১৯১২ দিন আগে