বহিস্কার
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোকপ্রকাশ: কুমিল্লা ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী বহিস্কার
জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ করায় বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা শাখার ১৬ নেতা-কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জিমে গোপন ভিডিও ধারনের অভিযোগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সোমবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আদেশে বহিস্কার করা হয়েছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ড হয়।
আরও পড়ুন: ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসের জনজীবন বিপর্যস্ত
ছাত্রলীগের মহাসমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের সমাগম
১ বছর আগে
চবিতে সাংবাদিককে নির্যাতন, ২ ছাত্রলীগকর্মী বহিস্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একজন শিক্ষানবীশ সাংবাদিককে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।বহিষ্কারাদেশ চলাকালীন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বা অন্য কোনো অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
বহিষ্কৃতরা হলেন- চবি ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খালেদ মাসুদ এবং শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হান।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ কমিটি
বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, বুধবার তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক মারধরের ঘটনায় দোষীদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
তবে প্রশাসনের এমন সিদ্ধান্ত মানতে নারাজ চবি সাংবাদিক সমিতি।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন, ‘বিচারের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে প্রহসন করছে। আমরা এ রকম বিচার চাইনি। এটা জাস্ট লোক দেখানো। বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধীদের কাছে জিম্মি মনে হচ্ছে। অপরাধীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে ক্ষমতাশালী প্রমাণ করলো তদন্ত কমিট। আমরা এ রায়ে কোনোভাবেই সন্তুষ্ট না। আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো।’
এর আগে গত ১৯ জুন রাতে চেয়ারে বসাকে কেন্দ্র করে চবি সাংবাদিক সমিতির সদস্য ও একটি অনলাইন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দোস্ত মোহাম্মদকে মারধর করে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা তদন্তে ২০ জুন তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
চবিতে ফের সংঘর্ষ: ছাত্রলীগের অস্ত্রের মহড়া
১ বছর আগে
গারো শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঝিনাইগাতী ছাত্রলীগ নেতা বহিষ্কার,কমিটি বিলুপ্ত
শেরপুরে এক গারো কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে সংগঠনকে থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে সংগঠনের কার্যক্রম নিস্ক্রিয় থাকায় ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইমনের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমুলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১ নেত্রী ও ৪ কর্মী বহিষ্কার
একইসঙ্গে সাংগঠনিক নিস্ক্রিয়তার কারণে ছাত্রলীগের ঝিনাইগাতী উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
কেন্দ্রীয় ছাত্রলীগের এই প্রেস বিজ্ঞপ্তিটি শেরপুরে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, গত শনিবার (ঈদের দিন) দিবাগত রাতে গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকার কলেজ পড়ুয়া এক গারো ছাত্রীর বাড়িতে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় মো. শাহরিয়ার খান শাওন।
এ ঘটনায় সোমবার ঝিনাইগাতী থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকালে তাকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বরিশালে কনস্টেবলকে মারধর, ছাত্রলীগের নেতাসহ আটক ৪
১ বছর আগে
প্রলয় গ্যাং: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাবির ২ শিক্ষার্থী বহিস্কার
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, অসদাচরণ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে।
বহিস্কৃতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের নাইমুর রহমান দুর্জয় এবং আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সাকিব ফেরদৌস। দু’জনই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত 'প্রলয়' গ্যাংয়ের ঢাবির সদস্য।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে সাময়িক বহিস্কার হওয়া শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে কেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না।'
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় 'প্রলয় গ্যাংয়ের' দুই সদস্য গ্রেপ্তার
গত ২৫ মার্চ কবি জসিমউদ্দিন হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে সোমবার তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
নিহত জোবায়েরের মা সাদিয়া আফরোজ খান ২৬ মার্চ শাহাবাগ থানায় ২৪ শিক্ষার্থীকে (প্রলয় গ্যাং সদস্য) আসামি করে মামলা করেন।
অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের সামনে ডাকাতদলের সদস্যরা জোবায়েরকে মারধর করে।
আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার্থীদের কান-মুখ খোলা রাখতে দেয়া নোটিশের কার্যকারিতা হাইকোর্টে স্থগিত
১ বছর আগে
চট্টগ্রামে ছাত্রীদের যৌন হয়রানীর দায়ে লাঞ্চিত সেই শিক্ষক এবার বহিস্কার
চট্টগ্রামে স্কুলছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে বদলী করা কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে এবার সাময়িক বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়।
আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসে ঢাকায় গ্রেপ্তার জনপ্রতিনিধিকে বগুড়া জেলা আ’লীগ থেকে বহিস্কার
ওই অফিস আদেশে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
এর আগে গত রবিবার বিকালে তাকে নগরীর দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলী করা হয়েছিল।
ঘটনার তদন্তে তিন সদস্যের দু’টি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
চসিকের আদেশে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগে বর্তমানে সংযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় শৃঙ্খলা পরিপন্থী ও বিভিন্ন অনিয়মের বিষয়ে বহুল প্রচারিত সংবাদপত্রসহ ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রাথমিক সত্যতা থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন চাকরি বিধিমালা ২০১৯ এর ৫৫ ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বিধিমোতাবেক খোরশোষ ভাতা প্রাপ্য হবেন।’
রবিবার (১ জানুয়ারি) যৌন হয়রানীর অভিযোগে কাপাসগোলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ ছাত্রী ও অভিভাবকদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরে বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার স্বাক্ষরিত এক আদেশে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরিয়ে দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে পদায়ন করা হয়েছিল।
অন্যদিকে, হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোমা বড়ুয়াকে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করা হয়।
জানা গেছে, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেন। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নাম উল্লেখ করে তার বহিষ্কার দাবি করে স্লোগান দিতে থাকেন। অনেকের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।
বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর প্রধান শিক্ষক আলাউদ্দীনকে তার অফিস কক্ষে গিয়ে জুতা নিক্ষেপ করে ছাত্রীরা। বেলা ১২টা পর্যন্ত তাকে অফিসের সামনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনকারীরা জানায়, শিক্ষক আলাউদ্দীন বিভিন্ন সময় ছাত্রীদের হয়রানি করে থাকেন। অনেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ম্যাসেজও দিতেন। কিন্তু তার বিভিন্ন অসৎ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দিতেন।
শিক্ষককে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এতে দেখা যায়, শিক্ষকের রুমে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষকের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ছুড়ে মারছেন।
এর আগে ২০১৩ সালের ১১ জুলাই ছবি সত্যায়িত করতে গেলে ওই প্রধান শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন এক ছাত্রী।
আরও পড়ুন: ছাত্রী হেনস্তাকারীদের বহিস্কার করা হবে: চবি ভিসি
র্যাবের ওপর হামলা, ফেনীতে ছাত্রলীগ সভাপতি বহিস্কার
১ বছর আগে
চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা চলমান লাগারতার অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে গতকাল সোমবার থেকে এ অবরোধ চলছিল।
মঙ্গলবার আন্দোলনকারী নেতা ও চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান দিনার অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ছাত্রলীগের অবরোধে চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
জানা গেছে, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে অবরোধ স্থগিত করে ছয় উপগ্রুপ। মহিবুল হাসান নওফেল অনুসারী বাকি একটি উপগ্রুপ বিজয়ও আন্দোলন থেকে সরে এসেছে।
তিন দফা দাবিতে সোমবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন তারা। এছাড়া অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে দেয়ায় দিনভর চলাচল বন্ধ ছিল। অবরোধের কারণে এদিন অন্তত ৯টি বিভাগের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
অবরোধে অংশ নেয়া শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ছয়টি উপগ্রুপ হলো-ভার্সিটি এক্সপ্রেস, বাংলার মুখ, রেড সিগনাল, কনকর্ড, এপিটাফ ও উল্কা।
আরও পড়ুন: ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের পর চবির হলে তল্লাশি
তাদের তিন দফা দাবিগুলো হচ্ছে, পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করা। কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন। কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং পরিবহন দপ্তরে তালা দেয়া যাবে না। এ বিষয়ে নোটিশ জারি করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি কেউ তালা দেয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন।
আরও পড়ুন: চবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ
২ বছর আগে
ছাত্রী হেনস্তাকারীদের বহিস্কার করা হবে: চবি ভিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার সঙ্গে জড়িত সকলকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন চবি’র উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।শনিবার দুপুরে চবি’র ৩৪তম বার্ষিক সিনেট সভায় এ ঘোষণা দেন চবি উপাচার্য।ভিসি বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। অভিযুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এর বিচার নিশ্চিত করার। ইতোমধ্যে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো আমরা। এছাড়া অভিযুক্তদের বহিষ্কার করা হবে।’এর আগে ছাত্রী হেনস্তার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. নূর হোসেন শাওন (২২), বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা (২২) কে আটক করা হয়।তাদের আটকের বিষয়টি শনিবার র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এ ঘটনায় চবি ইংরেজি বিভাগ ৩য় বর্ষের ছাত্র মেহেদী হাসান হৃদয় (২৩) নামে আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখ রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন। তাকে শাররিক নির্যাতন ও তার বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় এ মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয় এবং ভুক্তভোগী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।এর মধ্যে গত ১৯ জুলাই ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে তীব্র আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। হেনস্তার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিদিন বিক্ষোভ ও মানববন্ধন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা, গ্রেপ্তার ৪
চবিতে যৌন হেনস্তার ঘটনায় ২ জন শনাক্ত
২ বছর আগে
প্রশ্নপত্র ফাঁসে ঢাকায় গ্রেপ্তার জনপ্রতিনিধিকে বগুড়া জেলা আ’লীগ থেকে বহিস্কার
বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার জনপ্রতিনিধি মাহবুবা নাসরীন রূপাকে বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আল রাজি জুয়েল জানান, গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদে ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরীন রূপার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি দেয়া হলো।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতা: কুমিল্লায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১২
ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১০
ভাইরাল হওয়া ফোনালাপ এডিটেড: দাবি কুমিল্লার আ.লীগ নেতার
২ বছর আগে
ফুলবাড়ীতে আ’লীগের ১০ নেতাকে বহিস্কার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বকসি, সহ-দপ্তর সম্পাদক হরিপদ সরকার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা, সদস্য কার্তিক চন্দ্র সরকার ও কানাই চন্দ্র সেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা দুলাল জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সিদ্ধান্ত হওয়ায় গত বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ১০ নেতাকে অব্যাহতি পত্র দেয়া হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় আ’লীগের ২৪ নেতা কর্মী বহিষ্কার
বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতক্ষীরায় আ’লীগের ৯ নেতা-কর্মী বহিষ্কার
২ বছর আগে
নির্বাচনে দলের বিরোধীতা: আ’লীগের ৮ কর্মী বহিষ্কার
আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়। মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু আজ শুক্রবার স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ উপজেলা, ইউনিয়ন কমিটির উপদেষ্টা ও কার্য নির্বাহী কমিটির অনুমোদিত ও প্রস্তাবিত সকল কমিটির পদ থেকে যাদের কে বহিস্কার ও অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন, মো. বেনজির আহমেদ, মো. বাকি বিল্লাহ সান্টু, মো. মিজানুর রহমান রন্জূ, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. জাহাঙ্গীর হোসেন, মো. এনামুল হক রাজা, মো. টিপু সুলতান ও মো. মিলন হোসেন।
দলীয় প্রার্থী নৌকা মার্কার বিরোধীতা করে এ সকল বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন সেটা প্রমানিত হলে তাদেরকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার বা অব্যাহতি দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ব্যবস্থা কার্যকর করার জন্য মাগুরা জেলার সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে: ফখরুল
নির্বাচনে প্রার্থী হয়ে অর্জুন চন্দ্র দাশ জানতে পারলেন তিনি মৃত!
৩ বছর আগে