হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি
চবি থেকে ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিস্কার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার থেকে বহিষ্কারাদেশ কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত কয়েকদিনের দুই পক্ষের সংঘর্ষ জড়িতদের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে ১২ জন শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। গতরাতের সভায় অভিযুক্ত ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
ছয় মাস বহিষ্কৃতরা হলেন-অর্থনীতি ২০১১-১২ সেশনের ফরহাদ, লোকপ্রশাসন ১৪-১৫ সেশনের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব ১৫-১৬ সেশনের আরিফুল ইসলাম, ইতিহাস ১৫-১৬ সেশনের জুনায়েদ হোসেন জয়, পরিসংখ্যান ১৬-১৭ সেশনের আকিব জাভেদ, আইন বিভাগ ১৭-১৮ সেশনের খালেদ মাসুদ, কম্পিউটার বিজ্ঞান ১৮-১৮ সেশনের তানজিল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ১৯-২০ সেশনের মো. নাঈম, আরবি ১৯-২০ সেশনের তৌহিদ ইসলাম, বাংলা ১৯-২০ সেশনের সাইফুল ইসলাম।
এক বছর বহিষ্কৃতরা হলেন- আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের মির্জা কবির সাদাফ, রসায়ন ১৬-১৭ সেশনের আশরাফুল আলম নায়েম।
আরও পড়ুন: চবিতে উৎসবমুখর পরিবেশে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
করোনায় মারা গেলেন চবির সাবেক ডিন গাজী সালাহ উদ্দীন
চবির সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
৩ বছর আগে