প্রধান অতিথি
সোমবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ইমাম সম্মেলন-২০২৩
নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ইমাম সম্মেলন-২০২৩।
সোমবার (৩০ অক্টোবর) সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজগণের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন সৌদি আরবের মসজিদ-ই- নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন
সোমবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সারাদেশে মোট ৩০০ মডেল মসজিদ কার্যকারীভাবে ব্যবহার শুরু হচ্ছে। ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি, দ্বিতীয় পর্যায়, ১৬ মার্চ, তৃতীয় পর্যায়, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায় এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট দুইশত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী’র ২০১৪ সালে নির্বাচনী প্রতিশ্রুতির পর সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটি গ্রহণ করেছিল।
আরও পড়ুন: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ টাকা মিলল!
১ বছর আগে
পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া নেতাবিহীন দলের ক্ষমতায় আসারও কোনো সুযোগ নেই। তাই আগে নেতা খুঁজুন, তারপর রাজনীতিতে আসুন।
শনিবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশের সকল জেলা হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। পেছনের দরজা দিয়ে রাজনীতি করা, ক্ষমতায় আসার চেষ্টা করা চলবে না। নির্বাচনে আসুন, নির্বাচনে এসে জনগণের ভোট প্রার্থনা করুন, ভোটের মাধ্যমে জনগণ ক্ষমতায় নিলে আপনারা ক্ষমতায় যাবেন।
মন্ত্রী বলেন, বিএনপি শুধু ক্ষমতায় আসতে চায়। তার জন্য দেশে বিশৃঙ্খলা করছে। বিএনপি ক্ষমতায় গেলেই লুটপাট শুরু করবে।
কাজেই বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না।
জাহিদ মালেক বলেন, শিক্ষা ছাড়া যেমন ভালো মানুষ হওয়া যায় না তেমনি, স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। লেখাপড়ার মাধ্যমে প্রকৃত মানুষ হতে পারবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবে। তাহলে জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।
তিনি বলেন, শেখ হাসিনা রাজনীতি করে উন্নয়নের জন্য। দেশের মানুষের শান্তির জন্য। কাজেই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। রাজনীতিতে ঐক্য থাকতে হবে। রাজনীতিতে ঐক্য না থাকলে তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে যাবে।
জাগীর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: স্বাস্থ্যখাতে অবকাঠামো উন্নয়ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
পহেলা মার্চ থেকে নিজ প্রতিষ্ঠানেই রোগী দেখতে পারবেন সরকারি চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী
১ বছর আগে
চট্টগ্রামে আ.লীগের সমাবেশ: প্রধান অতিথির বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দীর্ঘ ১০ বছর পর রবিবার চট্টগ্রামে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সমাবেশের প্রস্তুতি পুরোদমে চলতে থাকায় শনিবার বন্দর নগরী উৎসবমুখর হয়ে উঠেছে।
বিশাল জনসমাবেশের প্রধান স্থান পলো গ্রাউন্ডে ১৬০ ফুট নৌকা আকৃতির মঞ্চ নির্মাণ করা হচ্ছে। এই মঞ্চেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিবেন বলে আশা করা হচ্ছে।
এ সমাবেশটির আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
আ.লীগ প্রধানকে উৎসব মুখর পরিবেশে স্বাগত জানাতে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম।
আ.লীগ নেতারা বলেন, শেখ হাসিনার আগমনে শুধু চট্টগ্রাম নয়, গোটা অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ সবসময় ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়: প্রধানমন্ত্রীকে ভারতীয় হাইকমিশনার
শনিবার সমাবেশস্থল পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, এটি হবে বিশাল সমাবেশ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির বলেন, আগামীকাল দলীয় সভাপতির উপস্থিতিতে জনসভা করতে চট্টগ্রাম আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, শেখ হাসিনাকে স্বাগত জানাতে চট্টগ্রাম আওয়ামী লীগ ও জনগণ পুরোপুরি প্রস্তুত।
তিনি বলেন, আগামীকাল চট্টগ্রাম শহর জনসমুদ্রে পরিণত হবে।
সমাবেশ থেকে চট্টগ্রাম আ.লীগ তার সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে এবং যে কোনো অপশক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন, সব উন্নয়ন কাজ শেষ হলে চট্টগ্রাম বিশ্বমানের উন্নত শহরে পরিণত হবে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে।
নগরীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানার সংবলিত রঙিন তোরণ নির্মাণ করা হয়েছে।
নগরীর জামাল খান, কাজীর দেউড়ি, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানের হাট, কদমতলী, নিউমার্কেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে বিলবোর্ড, ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টার টাঙিয়েছেন নেতারা।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। এরই অংশ হিসেবে যশোর স্টেডিয়ামে প্রথম জনসভা করেন তিনি।
যশোরে জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচারণা।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ইতিহাস সৃষ্টি করবে: আ.লীগ
আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় আরেকটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
এসব জনসভায় দলের সভানেত্রী তার দলের নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে নতুন বার্তা দেন।
বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে একদিনের সফরে রবিবার সকালে চট্টগ্রামে পৌঁছাবেন শেখ হাসিনা।
সফরকালে শেখ হাসিনা ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রেসিডেন্ট প্যারেড-২০২২-এ অংশ নিবেন। তিনি বিএমএতে পাসিং আউট প্যারেডে অভিবাদনও নেবেন।
সরকার চট্টগ্রামের জন্য ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে যা এখন বাস্তবায়নাধীন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প পার্ক, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, চায়না ইকোনমিক জোন, কোরিয়ান ইপিজেড, মহেশখালীর চারটি প্রকল্প— অর্থনৈতিক অঞ্চল, এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ, চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে চার লেনে উন্নীতকরণ, লালখান থেকে বিমানবন্দর সড়কে ফ্লাইওভার, চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল।
সমাবেশকে সামনে রেখে ফুটপাত পরিষ্কার ও রং করা, রঙিন আলো দিয়ে ফ্লাইওভার সাজানো এবং বিভিন্ন এলাকার জরাজীর্ণ রাস্তা মেরামতসহ বিভিন্ন সড়কে সৌন্দর্যবর্ধনের কাজ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা
১ বছর আগে
হবিগঞ্জে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
অনুমতি না নেয়ায় পুলিশের বাধার মুখে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশসহ ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
৩ বছর আগে
মানবসম্পদে বিনিয়োগ বাড়াতে হবে: সেমিনার
রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা দেশের জনমিতির সুফল বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যথাযথভাবে ব্যবহার করার জন্য মানবসম্পদে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
৪ বছর আগে
মানিকগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মানিকগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনের কৃষি প্রযুক্তি মেলা।
৪ বছর আগে