দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
মাগুরার শিশু ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ফখরুলের
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যুর ঘটনায় হত্যাকারী দানবদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ মার্চ) শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক শোকবার্তায় এই দাবি জানান তিনি।
ফখরুল বলেন, 'মাগুরায় একটি নিষ্পাপ শিশুকে কয়েকজন দানবের নিষ্ঠুরতার শিকার হতে হলো।’
হাসপাতালের বিছানায় শুয়ে শরীরের ক্ষতচিহ্ন নিয়ে সে অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন। এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে লজ্জা ও অশ্রুতে ডুবিয়ে গেছেন আমাদের, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’
মির্জা ফখরুল তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই 'দানবদের' দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
ছোট্ট শিশুটি মাগুরায় বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায়।
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
গত ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যান ওই শিশুটি।
সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
মেয়েটিকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আসামিদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি আর নেই
১৬ দিন আগে
সাম্প্রদায়িক সহিংসতা: অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নাগরিক সমাজের
দেশে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ করেছেন নাগরিক সমাজ।
দুর্গাপূজা উদযাপনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
'সম্প্রীতি বাংলাদেশ' এর আয়োজনে সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হন এবং দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সাত দফা দাবি জানায়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার সাথে আ’লীগ জড়িত: বিএনপি
এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সুশীল সমাজের কর্মীরা দেশ থেকে ‘মৌলবাদের নির্মূলে’ প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।
‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
১২৫০ দিন আগে