দেশে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ করেছেন নাগরিক সমাজ।
দুর্গাপূজা উদযাপনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
'সম্প্রীতি বাংলাদেশ' এর আয়োজনে সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হন এবং দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সাত দফা দাবি জানায়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার সাথে আ’লীগ জড়িত: বিএনপি
এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সুশীল সমাজের কর্মীরা দেশ থেকে ‘মৌলবাদের নির্মূলে’ প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।
‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।