গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ
বরিশালে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করল বিকাশ
বঙ্গবন্ধুর আদর্শে স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বিকাশের উদ্যোগে দেশজুড়ে ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে এবার বরিশাল বিভাগের ৪০ স্কুলে বই বিতরণ করা হলো।
বরিশালের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মঙ্গলবার স্কুল প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হুমায়ুন কবির।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিব শতবর্ষ উদযাপন ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ধারাবাহিকভাবে সারাদেশের ৫০০টি স্কুলে এই বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ।
আরও পড়ুন: বিকাশ অ্যাড মানিতে মাসজুড়ে ৫০০ টাকা ক্যাশব্যাক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ করছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র। আট খণ্ডে প্রকাশিত গ্রাফিক নভেলের পরবর্তী খণ্ডগুলো প্রকাশিত হওয়ার পর একইভাবে তা বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে আরও বেশি সংখ্যক স্কুলে পৌঁছে দিয়ে বিকাশ এই কর্মসূচির সম্প্রসারণ করবে।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বরিশাল পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।
আরও পড়ুন: ক্যাশ আউট খরচ কমলো বিকাশে
সংলাপ, গদ্য ও চিত্রের যুৎসই সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরম্যাটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা চিত্রিত হয়েছে গ্রাফিক নভেল মুজিব-এ। এ পর্যায়ে বরিশালের ৪০ স্কুলের প্রতিটিকে পাঁচ সেট করে ১৬০০টি বই দেয়া হয়েছে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবেন। এর আগে ঢাকা ও রাজশাহী বিভাগের ৯৫ স্কুলে ৩৮০০ কপি ‘মুজিব’ নভেল বিতরণ করা হয়েছে।
৩ বছর আগে