শারজাহ
বিমানের ঢাকা-শারজাহ ফ্লাইট চালু ২৫ জানুয়ারি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সুবিধার্থে আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে। ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে টিকেট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ১০ টা ৩০ টায় ছেড়ে গিয়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ০২ টা ১৫ মিনিটে। ফ্লাইট বিজি১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার শারজাহ থেকে ভোর ৪ টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১১ টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২ টা ৩০ মিনিটে।
আরও পড়ুন: নিজস্ব ব্যবস্থাপনায় উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন বিমান বাংলাদেশের
বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন যাত্রীরা।
উল্লেখ্য ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা পূর্বে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন: করোনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তার মৃত্যু
২ বছর আগে
৩ রানের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও তিন রানে হেরেছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের জন্য।
শারজায় ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করতে পারে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল টাইগারদের। ব্যাটিংয়ে তখন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন। বাউন্ডারিহীন আন্দ্রে রাসেলের ওই ওভারে রিয়াদ-আফিফ ৯ রান নিতে পারে।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪২ রান করে ক্যারিবীয়রা। দলের হয়ে নিকোলাস পুরান ২২ বলে ৪০, রোস্টন চেজ ৪৬ বলে ৩৯ এবং জেসন হোল্ডার মাত্র ৫ বলে ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী, মুস্তাফিজ এবং শরীফুল দুটি করে উইকেট নেন।
৩ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সেমিফাইনালে খেলার লড়াইয়ে টিকে থাকতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বাহাতি ব্যাটিং লাইনআপের বিবেচনায় এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে। আগের ম্যাচে খেলা বাহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও আজকের ম্যাচে খেলছেন না। সৌম্য সরকারকে একাদশে রাখা হয়েছে।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এরপর তারা ইংল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে।
অপরদিকে, টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও সুপার টুয়েলভে এখনো কোনো জয় পায়নি। তারা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে।
এই ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে মরিয়া টাইগাররা
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডি একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেট কিপার), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, রবি রামপল।
পড়ুন: সুপার টুয়েলভে দ্বিতীয় হার টাইগারদের
৩ বছর আগে