ফুমিও কিশিদা
জাপানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনসংযোগ বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব নোরিয়ুকি শিকাতা বলেছেন, শনিবার রাতে কিশিদার সামান্য জ্বর ও কাশি দেখা দেয়। এরপর করোনাভাইরাসের জন্য পিসিআর টেস্ট করা হলে পজিটিভ ধরা পড়ে।
রবিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিশিদা তার বাসভবনের আইসোলেশনে রয়েছেন।’
৬৫ বছর বয়সী কিশিদা গত সপ্তাহে গ্রীষ্মের ছুটিতে ছিলেন এবং সোমবার কাজে ফেরার কথা ছিল। কোথায় বা কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা স্পষ্ট নয়।
এই মাসের শেষের দিকে তিউনিসিয়ায় আফ্রিকান উন্নয়ন সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল কিশিদার। এখন তিনি ভার্চুয়ালি সেই সম্মেলনে অংশ নেবেন। কিশিদা তার মধ্যপ্রাচ্য সফরও স্থগিত করেছেন।
জাপানে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বাড়ছে। যদিও দেশটির বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্ব নেতারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন।
পড়ুন: গাড়ি বোমা হামলায় ‘পুতিনের মস্তিষ্ক’ খ্যাত দুগিনের মেয়ের মৃত্যু
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫
জাপানে ভোট চলছে, কিশিদার প্রথম অগ্নিপরীক্ষা
জাতীয় নির্বাচন উপলক্ষে রবিবার জাপানের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এ নির্বাচন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার প্রথম অগ্নিপরীক্ষা। এই নির্বাচনের মাধ্যমে কিশিদাকে প্রমাণ করতে হবে করোনা বিধ্বস্ত অর্থনীতি, দ্রুত বার্ধক্য ও ক্ষয়িষ্ণু জনগণ এবং চীন ও উত্তর কোরিয়া থেকে আসা নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর যথেষ্ট ম্যান্ডেট রয়েছে।
কিশিদার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নির্বাচন পূর্ববর্তী থেকে বেশ কয়েকটি আসন হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জুনিয়র জোট অংশীদার কোমিথোর সঙ্গে মিলে দলটির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে।
৪ অক্টোবর এলডিপি’র নেতৃত্বে জয়ী হয়ে ৬৪ বছর বয়সী কিশিদা প্রধানমন্ত্রী নির্বাচন হন।
ক্ষমতা গ্রহণের মাত্র ১০ দিন পরই দ্বি-কক্ষ বিশিষ্ট জাপানি পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেন কিশিদা এবং কার্যক্রম শুরুর আগে জনগণের কাছ থেকে ম্যান্ডেট চান বলে এ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
বিশেজ্ঞরা বলছেন, এলডিপি’র নেতৃত্বে নিম্নকক্ষ ভেঙে দেয়ার ১৭ দিনের ব্যবধানে নির্বাচন হচ্ছে যা গণমাধ্যমে প্রচার নিয়ন্ত্রণ করছে। এবং এটি কিশিদার দলকে বিরোধীদের ওপর সুবিধা দিচ্ছে।
দীর্ঘ মেয়াদে কিশিদার ক্ষমতায় যাওয়ার বিষয়টি এ নির্বাচনের ওপর নির্ভর করছে।
আরও পড়ুন: জাপানে পার্লামেন্ট ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা
করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা জাপানের
বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার জাপানের