ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার
সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ উন্নয়ন ত্বরান্বিত করবে: প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিত করতে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য বাস্তবায়ন হবে।’
বৃহস্পতিবার সৃজনশীল অর্থনীতির জন্য প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইউনেস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির মহাপরিচালক আদ্রে আজুলে।
প্রধানমন্ত্রী বলেন, সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রতিষ্ঠার সিদ্ধান্ত বিশ্ব মানবতা ও শান্তির জন্য বঙ্গবন্ধুর অবদানের সবচেয়ে উপযুক্ত সম্মান।
আরও পড়ুন: প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের বাংলাদেশের অবস্থান ও বর্তমান অবস্থানের মধ্যে পার্থক্য শুধু তাঁর (বঙ্গবন্ধু) সৃজনশীল নেতৃত্ব ও উত্তরাধিকারের জন্য।
বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সীমাবদ্ধ সক্ষমতা সত্ত্বেও বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই।’
ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার সৃজনশীল অর্থনীতিতে ইউনেস্কোর প্রচেষ্টাকে জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘এই ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার অবশ্যই সৃজনশীল উদ্যোক্তা বিকাশের সর্বোত্তম অনুশীলনকে ধারণ, উদযাপন ও যোগাযোগের মাধ্যমে একটি জ্ঞান ভাগ করে নেয়ার প্রক্রিয়া তৈরি করবে।’
প্রধানমন্ত্রী বলেন, এই বছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ‘মুজিববর্ষ’, উদযাপন করছে। এ উদযাপনের সাথে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে যুক্ত।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে সহযোগিতায় বৈচিত্র্য চান দ. কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং
উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ৩৩০ মিলিয়ন দেবে ফ্রান্স, ৩ চুক্তি স্বাক্ষর
৩ বছর আগে
প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
উগান্ডা ভিত্তিক সমন্বিত সৃজনশীল স্টোডিও এমওটিআইভি’কে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন উপলক্ষে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৃজনশীল অর্থনীতি পুরস্কারের জন্য জমা দেয়া ৬৯টি মনোনয়নের মধ্যে এমওটিআইভি নির্বাচিত হয় এবং তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে। নৈল কলিন কাজিবাঙ্গো এমওটিআইভি’র পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনা তাঁর পাশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মঙ্গলবার ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত আদ্রে আজুলে।
প্রধানমন্ত্রী বলেন, সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রতিষ্ঠার সিদ্ধান্ত বিশ্ব মানবতা ও শান্তির জন্য বঙ্গবন্ধুর অবদানের সবচেয়ে উপযুক্ত সম্মান।
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের বাংলাদেশের অবস্থান ও বর্তমান অবস্থানের মধ্যে পার্থক্য শুধু তাঁর (বঙ্গবন্ধু) সৃজনশীল নেতৃত্ব ও উত্তরাধিকারের জন্য।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান
বাংলাদেশের সাথে সহযোগিতায় বৈচিত্র্য চান দ. কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং
৩ বছর আগে