রেড নোটিশ
আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
ইন্টারপোল অবশেষে শুক্রবার তার ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় দুবাই-ভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী এবং বাংলাদেশি পুলিশ অফিসার হত্যার পলাতক সন্দেহভাজন আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে একটি রেড নোটিশ জারি করেছে।
এই তালিকায় এ পর্যন্ত ৬৩ জন বাংলাদেশির নাম স্থান পেয়েছে।
চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গণমাধ্যমকে জানান, ইন্টারপোল বাংলাদেশের পাঠানো অনুরোধপত্র গ্রহণ করেছে।
এর তিনদিন পর রেড নোটিশ জারি করে আন্তর্জাতিক এই অপরাধ পুলিশ সংস্থা পলাতক আরাভ খানের বিষয়ে বিস্তারিত তথ্য আপলোড করেছে এবং তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।
রেড নোটিশে আরাভের ছবি, লিঙ্গ, জন্মস্থান, জন্মতারিখ, বয়স, জাতীয়তা এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তথ্য রয়েছে।
ভারতীয় পাসপোর্ট নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতে গেলেও তালিকায় তার জাতীয়তা বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবররিন সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান যে আরাভ দুবাইয়ে নজরদারিতে রয়েছেন।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা দেবে।
আরও পড়ুন: আরাভ খান দুবাইয়ে নজরদারিতে রয়েছেন: পররাষ্ট্র মন্ত্রণালয়
গত ১৬ মার্চ গোয়েন্দা শাখার একজন সিনিয়র কর্মকর্তা জানান, দুবাইয়ে আরভ জুয়েলার্সের উদ্বোধনে অংশ নেয়া ক্রিকেটার সাকিব আল হাসান এবং কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
১৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আরাভ খানকে দেশে আনার চেষ্টা চলছে।
প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ এবং আরাভ খানের মধ্যে যোগসূত্র থাকার অভিযোগ উঠে আসায়, প্রাক্তন পুলিশ প্রধান গত ১৯ মে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে আরাভকে চেনার বিষয়টি অস্বীকার করেন।
প্রাক্তন পুলিশ প্রধান তার স্ট্যাটাসে লিখেছেন, “আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে কাউকে চিনি না। এমনকি তার সাথে আমার প্রাথমিক পরিচয়ও নেই।’
২০১৯ সালের ১১ এপ্রিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রাক্তন ইন্সপেক্টর মামুন এমরান খান হত্যা মামলায় আরাভ খান এবং অন্য নয়জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়।
আরও পড়ুন: আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ
আরাভ খান এখনও গ্রেপ্তার হননি: শাহরিয়ার আলম
১ বছর আগে
আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে: আইজিপি
পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পুলিশ হত্যার আসামি ও কথিত স্বর্ণ ব্যবসায়ী দুবাইয়ে অবস্থানরত আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বদ্ধপরিকর: আইজিপি
পুলিশ প্রধান বলেন, ‘পুলিশ সদস্য হত্যা মামলার আসামি আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে, তার যে নামে আমরা অভিযোগপত্র দিয়েছি, ওই নামে রেড নোটিশ জারির একটা বিষয় (আবেদন/অনুরোধ) দিয়েছি।’
তিনি বলেন, ‘এটা ইন্টারপোল গ্রহণ করেছে। এটা নিয়ে আমরা কাজ করছি, কীভাবে কাজ করছি সেটা সুস্পষ্টভাবে বলতে চাচ্ছিনা তদন্তের স্বার্থে।’
দুবাইয়ে এক ঝাঁক তারকা আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন যাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, তারা বিজ্ঞাপনের জন্য বিভিন্ন জায়গায় যেতেই পারেন, এরপরও পুলিশ সার্বিক বিষয় খতিয়ে দেখছে।
নায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার প্রসঙ্গে আইজিপি বলেন, তিনি ইতোমধ্যেই জামিন পেয়েছেন। তবে আমি নিশ্চিত করতে চাই কারও বিরুদ্ধে অন্যায় হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ সাহাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আরাভ খানকে চেনেন না, দাবি সাবেক আইজিপি বেনজীরের
নির্বাচন কমিশনের দেয়া দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ পুলিশ: আইজিপি
১ বছর আগে
টেলিটকের তারেককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির নির্দেশ হাইকোর্টের
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কানাডায় পলাতক টেলিটকের সাবেক সহকারী ব্যবস্থাপক (এজিএম; সিস্টেম অপারেশন) এস. এম. তারেক রহমানকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এই নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে আগামী ১৬ অক্টোবর হাইকোর্টকে এফিডেভিট আকারে জানাতে বলা হয়েছে।
একই মামলার অপর এক আসামি আবুল কালামের বিষয়ে আপিল শুনানির সময় হাইকোর্ট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী একেএম নুরুল আলম।
আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেয়া যাবে না: হাইকোর্ট
সূত্র জানায়, আসামি এস এম তারেক রহমান ও আবুল কালাম টেলিটকে থাকাকালে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে টেলিটকের সিমকে কল জেনারেটেড উইথআউট বিলিং এবং প্রিপেইড সিমকে পোস্ট পেইডে কনভার্ট এর মাধ্যমে ১২ দশমিক ৮২ কোটি মিনিট যার মোট মূল্য ৯ দশমিক ৭৪ কোটি টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
এই বিষয়ে কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান বাদী হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর গুলশান থানায় মামলা দায়ের করেন। পরে দুদক মামলাটির তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ ২০১৯ সালের ৬ মে ২০১৯ আসামি এস এম তারেক রহমান ও মো. সাবিবুর রহমানকে সাজা দেয়। এর মধ্যে আসামি এস এম তারেক রহমানকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন। আসামি আবুল কালামকে খালাস দেয়। এই খালাসের বিরুদ্ধে দুদক আপিল করে। যে আপিলের ওপর রবিবার শুনানি হয়।
আরও পড়ুন: নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক তদন্তের নির্দেশ হাইকোর্টের
করোনার ভুয়া রিপোর্ট: সাহেদকে জামিন দেননি হাইকোর্ট
২ বছর আগে
রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
বিশ্ব জুড়ে চলচ্চিত্রের নতুন মাত্রা ওটিটি প্ল্যাটফর্ম প্রেক্ষাগৃহকে মুভিপ্রেমীদের হাতের মুঠোয় এনে দিয়েছে। বাজেটের পাহাড় উপেক্ষা করে ঘরের আরামপ্রদ সিনেপ্লেক্সে দর্শকদের নিত্য-নতুন চমক উপহার দিয়ে যাচ্ছে নেটফ্লিক্স। সেই রেসে এবার সবাইকে ছাড়িয়ে গেলো রসন মার্শাল থার্বার পরিচালিত কমেডি-ক্রাইম সিনেমা ‘রেড নোটিশ’।
অ্যাকশন মুভিটি বানাতে মোট খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃতে মুক্তি পাওয়া সিনেমাটি নেটফ্লিক্সের গ্রাহকরা ১২ নভেম্বর থেকে সিনেমাটি উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে ব্যয়বহুল এই মুভিটির আদ্যোপান্ত নিয়েই এবারের বিনোদনধর্মী ফিচার।
‘রেড নোটিশ’-এর কাহিনী
বিশপ নাম নিয়ে বিশ্বের নামকরা মূল্যবান শিল্পকর্মগুলো চুরি করে পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে সারা ব্ল্যাক। অন্যদিকে নোলান বুথ লোককে বোক বানিয়ে তাদের অর্থ আত্মসাৎ করতে ওস্তাদ। আর এই ধড়িবাজকে সাথে নিয়েই সেই বিশপের পিছে লেগেছে ইন্টারপোল এজেন্ট জন হার্টলি। এরকম গল্প নিয়েই হাস্যরস ও দুর্দান্ত অ্যাকশন স্টান্ট নিয়ে সামনে এগিয়েছে ‘রেড নোটিশ’-এর কাহিনী।
আরও পড়ুন: ১২ প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’
প্রথমে মুভিটি মুক্তি পাওয়ার কথা ছিল হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স-এর ব্যানারে। পরবর্তীতে নেটফ্লিক্স সিনেমাটির প্রকাশের স্বত্ব কিনে নেয়।
‘রেড নোটিশ’ চলচ্চিত্রের নির্মাণ
২০১৬ এর ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স’ এবং ২০১৮ এর ‘স্কাইস্ক্র্যাপার’-এর পরে এই তৃতীয়বারের মত চলচ্চিত্র নির্দেশক থার্বার কাজ করলেন ‘দ্যা রক’ খ্যাত ডোয়েইন জনসনের সাথে।
থার্বার নিজে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন। এছাড়া বিউ ফ্লিন, অ্যাডা বাচেভ, হিরাম গার্সিয়া এবং ডোয়েইন জনসনের সাথে মুভিটির প্রযোজনায়ও রয়েছেন এই আমেরিকান মুভি পরিচালক।
আরও পড়ুন: ‘রোহিঙ্গা’: মুক্তির অপেক্ষায় ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের বাংলা ফিচার ফিল্ম
২ বছর আগে