দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কানাডায় পলাতক টেলিটকের সাবেক সহকারী ব্যবস্থাপক (এজিএম; সিস্টেম অপারেশন) এস. এম. তারেক রহমানকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এই নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে আগামী ১৬ অক্টোবর হাইকোর্টকে এফিডেভিট আকারে জানাতে বলা হয়েছে।
একই মামলার অপর এক আসামি আবুল কালামের বিষয়ে আপিল শুনানির সময় হাইকোর্ট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী একেএম নুরুল আলম।
আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেয়া যাবে না: হাইকোর্ট
সূত্র জানায়, আসামি এস এম তারেক রহমান ও আবুল কালাম টেলিটকে থাকাকালে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে টেলিটকের সিমকে কল জেনারেটেড উইথআউট বিলিং এবং প্রিপেইড সিমকে পোস্ট পেইডে কনভার্ট এর মাধ্যমে ১২ দশমিক ৮২ কোটি মিনিট যার মোট মূল্য ৯ দশমিক ৭৪ কোটি টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
এই বিষয়ে কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান বাদী হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর গুলশান থানায় মামলা দায়ের করেন। পরে দুদক মামলাটির তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ ২০১৯ সালের ৬ মে ২০১৯ আসামি এস এম তারেক রহমান ও মো. সাবিবুর রহমানকে সাজা দেয়। এর মধ্যে আসামি এস এম তারেক রহমানকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন। আসামি আবুল কালামকে খালাস দেয়। এই খালাসের বিরুদ্ধে দুদক আপিল করে। যে আপিলের ওপর রবিবার শুনানি হয়।
আরও পড়ুন: নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক তদন্তের নির্দেশ হাইকোর্টের