মাদক ব্যবসায়ী
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে র্যাব।
সোমবার রাতে জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউপির লাহারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম রেজা (২৭) জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাত ১১টার দিকে বারঘরিয়া ইউপির লাহারপুর এলাকায় একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় ৪৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম রেজাকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ ও ইয়াবা জব্দ, আটক ৩
২ বছর আগে
লালমনিরহাটে ২ পুলিশ কর্মকর্তাসহ ৪ জনকে ছুরিকাঘাত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে মাদকব্যবসায়ীদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহানী আলী ও মমতাজ উদ্দিন এবং ইশোরকোল এলাকার দুই স্থানীয় বাসিন্দা মজমুল ইসলাম (৩২) ও আব্দুল খালেক।
আরও পড়ুন: ঝিনাইদহে সহপাঠীর ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাকিনা-মহিপুর বাইপাস সড়কের সিরাজুল মার্কেট এলাকায় পুলিশের একটি দল তল্লাশি অভিযানে একটি প্রাইভেটকার থামায়।
ওসি বলেন, তারা গাড়িটি তল্লাশির চেষ্টা করলে চালক ও তার সহকারী তাদের ছুরিকাঘাত করেন এবং স্থানীয় দুই পথচারী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর অধীনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে
কুষ্টিয়ায় ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
কুষ্টিয়ায় মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১১ মে) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মন্ডলের ছেলে আলমগীর এবং একই উপজেলার চরদিয়াড় গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ট্রিপল মার্ডার: কুষ্টিয়ায় ৩ আসামির আমৃত্যু, ৮ আসামির যাবজ্জীবন
রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন বিকালের দিকে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে আসামিদের প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে হাইওয়ে ও বিশেষ অভিযানে দায়িত্বরত পুলিশ। এ ঘটনায় সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।
আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এম এ কুদ্দুস। সাক্ষ্যপ্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড
২ বছর আগে
টেকনাফে ১০ কোটি ৩২ লাখ টাকার ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ২.০৬৪ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিজিবি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অভিযানে টেকনাফ সমুদ্র সৈকত বিওপি থেকে উত্তরে ৩.৩ কিলোমিটার দূরে নোখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ রোড সংলগ্ন তামরিস্ক গাছের বনে অভিযান চালিয়ে ১০ কোটি ৩২ লাখ টাকা মূল্যমানের এই মাদক জব্দ করে।
অভিযানে কোনো মাদক ব্যবসায়ী বা পাচারকারীকে আটক করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১
২ বছর আগে
রাজধানীতে আটক তিন: ৬৫ হাজার ইয়াবা জব্দ
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে রবিবার ভোরে পানের ভেতরে লুকিয়ে রাখা ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আইয়ুব (৩৫), আব্দুস শুক্কুর (৫৪) ও মো. আমির হোসেন (৬৫)।
এলিট ফোর্সের কাছে গোপন তথ্য ছিল যে, শ্যামপুর থানাধীন পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় একদল সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী সীমান্তের জেলা থেকে আনা মাদকের বিশাল চালান পানের ভিতরে লুকিয়ে রেখেছে। র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতের পর র্যাব-১০ এর একটি অপারেশনাল দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের এএসপি (মিডিয়া) ইমরান খান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও তাদের তিনজনকে এলিট ফোর্সের সদস্যরা ধরে ফেলেন।
আরও পড়ুন: টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১: ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার
আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা পানের স্তূপে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৬৫ হাজার ১০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে। বেশ কিছুদিন ধরে তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আবদুস শুক্কুরের নামে পতেঙ্গা মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন: টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ, পলাতক ২
৩ বছর আগে