রাজধানীর শ্যামপুর এলাকা থেকে রবিবার ভোরে পানের ভেতরে লুকিয়ে রাখা ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আইয়ুব (৩৫), আব্দুস শুক্কুর (৫৪) ও মো. আমির হোসেন (৬৫)।
এলিট ফোর্সের কাছে গোপন তথ্য ছিল যে, শ্যামপুর থানাধীন পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় একদল সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী সীমান্তের জেলা থেকে আনা মাদকের বিশাল চালান পানের ভিতরে লুকিয়ে রেখেছে। র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতের পর র্যাব-১০ এর একটি অপারেশনাল দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের এএসপি (মিডিয়া) ইমরান খান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও তাদের তিনজনকে এলিট ফোর্সের সদস্যরা ধরে ফেলেন।
আরও পড়ুন: টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১: ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার
আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা পানের স্তূপে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৬৫ হাজার ১০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে। বেশ কিছুদিন ধরে তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আবদুস শুক্কুরের নামে পতেঙ্গা মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন: টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ, পলাতক ২