টেস্ট ম্যাচ
দেশে ফিরছেন না সাকিব
টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় ফিরছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে তার শেষ টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বলে জানালেও ছাত্র আন্দোলনে তার ভূমিকার জন্য জনরোষের আশঙ্কায় তিনি আসছেন না বলে জানান।
এর ফলে কানপুরে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের টেস্টটিই ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।
কানপুরে সেই ম্যাচের আগে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ঢাকায় দেশের দর্শকদের সামনে তার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে।
দুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রানজিট স্টপেজে থাকা সাকিব নিজের পরিকল্পনা পরিবর্তনের কথা জানান।
আরও পড়ুন: সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা
তিনি বলেন, 'আমার দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে, নিজের নিরাপত্তার কারণে আমি হয়তো তা করতে পারব না।
এটা স্পষ্ট যে, সাকিবের দেশে ফেরা নিয়ে চলমান বিক্ষোভের কারণে তার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন একদল শিক্ষার্থী। আরেক দল সাকিবকে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছিল।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সাকিবের নীরবতার কারণেই শিক্ষার্থীদের এই প্রতিরোধ। শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসন পতনের আগে মারণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত কমপক্ষে ১০০০ জনকে হত্যা করেছিল।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেলিব্রেটি ক্রিকেটার হওয়া সত্ত্বেও সাকিব আন্দোলনের সময় নীরব ছিলেন। এর কারণে আন্দোলনকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা আশা করেছিলেন, সাকিব তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হাসিখুশি ছবি পোস্ট করেন, যা তার বিরুদ্ধে ক্ষোভ উসকে দেয়।
কানপুরে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব দেশে ফেরার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন। ঢাকায় অবস্থানকালে তার নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু বোর্ড ও ক্রীড়ামন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠক আসিফ মাহমুদ।
পরে ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করবেন তারা। তবে সাকিবের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার রাতে নিশ্চিত করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে তার দেশে ফেরার পরিকল্পনা বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এ অবস্থা থেকে বোঝা যায়, সাকিবের টেস্ট ক্যারিয়ার এখন হয়তো অনানুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
১ মাস আগে
বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের
ঢাকায় আজ (বুধবার) একমাত্র টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট ম্যাচ। ২০১৯ সালে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়, যেটাতে আফগানিস্তান শিরোপা জিতেছিল।
আজকের মাঠ সাকিব আল হাসান ও তামিম ইকবালকে মিস করবে। কারণ উভয়ই ইনজুরির মুখোমুখি হয়েছেন।
সাকিবের ইনজুরির কারণে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন লিটন।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল
ম্যাচ শুরুর আগের দিন পর্যন্ত তামিম খেলবেন এমনটাই আশা করা হয়েছে। জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, তারা তামিমের ইনজুরির চিকিৎসার চেষ্টা করেছেন, তবে এই ওপেনারের পুরোপুরি সেরে উঠতে এবং খেলার দীর্ঘ ফরম্যাটে অংশ নিতে আরও সময় প্রয়োজন।
তাকে পুরোপুরি প্রস্তুত হতে আরও কত দিন লাগবে তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।
ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান ও শরীফুল ইসলাম
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, জহির খান, আমির হামজা, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় বাংলাদেশের
১ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ২০ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন। এছাড়া বামহাতি ব্যাটার মোহাম্মদ নাঈম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক বাংলাদেশ আট উইকেটে হেরেছে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সব ক’টি ম্যাচেই হারে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাইম।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ৮ উইকেটে হারাল পাকিস্তান
পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
২ বছর আগে
চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ২৬ নভেম্বর। এ লক্ষ্যে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দুই দল চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে পৌঁছায়। এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৬১৫ চার্টার্ড ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয় দুই দল।
২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে উভয় দল ২৪ ও ২৫ নভেম্বর জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে অনুশীলন করবে। এরপর ২৬ নভেম্বর একই স্টেডিয়ামে দু’দেশের মধ্যে পাঁচ দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১ ডিসেম্বর দুই দল ঢাকার উদ্দেশ্যে বিমান যোগে চট্টগ্রাম ত্যাগ করবে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণাএদিকে দুই দেশের টেস্ট ম্যাচকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তার বলয় তৈরি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।খেলোয়াড়দের নিরাপত্তা এবং খেলা চলাকালে চট্টগ্রাম মহানগরীতে থাকবে সাত স্তরের নিরাপত্তা। এর মধ্যে হোটেলে থাকবে তিন স্তরের এবং স্টেডিয়ামে থাকবে চার স্তরের নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত সিএমপি ৯০০ পুলিশ সদস্য।সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, সিরিজের প্রথম টেস্ট ম্যাচ, অনুশীলন, বিমানবন্দর থেকে হোটেলে এবং মাঠ থেকে হেটেলে যাওয়া আসাসহ খেলা চলাকালে স্টেড়িয়াম এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যে থাকবে।নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে সড়ক পথে এস্কর্ট প্রধান, বিমান বন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রীক নিরাপত্তা, স্টেডিয়াম কেন্দ্রীক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। এই নিরাপত্তা ব্যবস্থায় কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
২ বছর আগে
লাইভ স্ট্রিমিং: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১
টি-২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১। প্রায় ছয় বছর পর স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তানের সাথে। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম-এ টি-২০ ম্যাচের মাধ্যমে সিরিজটির উদ্বোধন হবে। লকডাউনের প্রকোপ কেটে ওঠার পর সরাসরি মাঠে গিয়ে খেলা দেখা উন্মুক্ত করে দেয়া হয়েছে। আর যে কোন জায়গা থেকে খেলাগুলো লাইভ স্ট্রিমিং -এর ব্যবস্থা তো থাকছেই। কিভাবে বাংলাদেশ থেকে খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে- তারই বিস্তারিত থাকছে এই ফিচারে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১
বাংলাদেশ ও পাকিস্তান-এর মধ্যকার এই দুই দেশীয় ক্রিকেট সিরিজে মোট খেলা হবে পাঁচটি। পর পর তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচের পর দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী টি-২০ ম্যাচের পরের দিন-ই তথা ২০ নভেম্বর একই সময় এবং একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ। তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি ভেন্যু ও সময় অপরিবর্তিত রেখে অনুষ্ঠিত হবে দুই দিন বাদে অর্থাৎ ২২ নভেম্বর।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি বৃহস্পতিবার
তারপর ২৬ থেকে ৩০ নভেম্বর অব্দি পাঁচ দিনের টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ১০টায়।
দ্বিতীয় পাঁচ দিনের টেস্ট ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ এর, যেটি অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম-এ ৪ থেকে ৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টায়।
যে প্ল্যাটফর্মগুলোতে খেলাগুলোর লাইভ স্ট্রিমিং হবে
১৯ নভেম্বর থেকে শুরু করে ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি)। টেলিভিশনের ছাড়াও ইন্টারনেট সংযোগের মাধ্যমে কম্পিউটার এবং যে কোন স্মার্টফোন থেকে গাজী টিভি অ্যাপ দিয়ে দেখা যাবে খেলাগুলো।
বাংলাদেশিরা বাংলাদেশ বনাম পাকিস্তানের এই সিরিজের প্রতিটি খেলার ফ্রি লাইভ স্ট্রিমিং -এর সুবিধা পাবেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইউটিউবে। জিটিভি ও টি-স্পোর্টস তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সুবিধা দিবে বাংলাদেশি দর্শকদের। টঙের দোকান থেকে শুরু করে চলন্ত গাড়িতে বসে সরাসরি উপভোগ করা যাবে মাহমুদুল্লাহ ও বাবর আজমের টীমের মধ্যকার ক্রিকেট যুদ্ধ।
এছাড়াও দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে ব্যান টেক ও র্যাবিটহোল বিডি স্পোর্টস এর গ্রাহকরা সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রতিটি খেলা। বাংলাদেশ ছাড়াও র্যাবিটহোল তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে মোট ১৯৬টি দেশে এই সিরিজটি দেখার সুযোগ করে দিচ্ছে।
আরও পড়ুন: ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত
স্পোর্টস স্ট্রিমিং-এ বাংলাদেশি প্ল্যাটফর্ম
করোনাকালীন সময়ে স্পোর্টসপ্রেমীদের মাঠে গিয়ে খেলা দেখার কষ্ট লাঘব করা সম্ভব না হলেও প্রতিটি খেলা তাদের সামনে সরাসরি পৌঁছে দিতে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর চেষ্টা ছিলো চোখে পড়ার মত।
২০১৭ সালে শুরু হওয়া স্পোর্টস ওটিটি মাধ্যম বাংলাদেশ ক্রিকেট স্পোর্টস স্ট্রীমিং-এ এখন জনপ্রিয় একটি নাম। করোনাকালীন সময়ে বাংলাদেশের সবগুলো সিরিজ-ই প্রচার করেছে র্যাবিটহোল। বসুন্ধরা গ্রুপের তিতাস স্পোর্টস (টি স্পোর্টস) বাংলাদেশের প্রথম স্যাটেলাইট স্পোর্টস চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে ২০২০ এর ৯ নভেম্বর। ব্যান টেক তাদের কার্যক্রম শুরু করে ২০২১ এর ২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ সম্প্রচারের মধ্য দিয়ে। বিপণন প্রতিষ্ঠানটি বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর কাছ থেকে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাগতিক ক্রিকেট সিরিজগুলোর সম্প্রচারের স্বত্ব নিলামে কিনে নিয়েছে।
আরও পড়ুন: মুশফিককে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
শেষাংশ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ-এর পুরোনো উন্মাদনায় এবার টিভি চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্লাবিত হবে। বরাবরের মত ক্রিকেট পরিসংখ্যান বিরূপ প্রতিক্রিয়া দেখালেও বাংলাদেশি সমর্থকদের বিপুল প্রত্যাশার দৃষ্টি থাকবে মাহমুদুল্লাহর দলের উপর। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের জন্য স্পটলাইটটা অধিকাংশ সময়ই থাকবে পাকিস্তানের শাদাব খানের উপর। অপরদিকে প্রতিশ্রুতিশীল তারুণ্যদ্বীপ্ত বাংলাদেশ টীম তাদের লড়াকু খেলায় সার্থক করে তুলবে বাংলা স্পোর্টসপ্রেমীদের লাইভ স্ট্রিমিং।
২ বছর আগে
চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচকে ঘিরে ৭ স্তরের নিরাপত্তা
চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।খেলোয়াড়দের নিরাপত্তা এবং খেলা চলাকালে চট্টগ্রাম মহানগরীতে থাকবে সাত স্তরের নিরাপত্তা। এর মধ্যে হোটেলে থাকবে তিন স্তরের এবং স্টেডিয়ামে থাকবে চার স্তরের নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবে সিএমপির ৯০০ পুলিশ সদস্য।বৃহস্পতিবার সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই তথ্য জানান।তিনি বলেন, আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। দল দুটি চট্টগ্রামে আসবে ২৩ নভেম্বর। এরপর থেকে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থায় তাদের রাখা হবে। উভয় দল ২৪ ও ২৫ নভেম্বর জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে অনুশীল করবে। এরপর ২৬ নভেম্বর একই স্টেডিয়ামে দুদেশের মধ্যকার পাচঁ দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১ ডিসেম্বর দুই দল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি বৃহস্পতিবারপুলিশ কমিশনার জানান, বাংলাদেশ -পাকিস্তান ক্রিকেট দলের চট্টগ্রাম সফরকালে ক্রিকেটারদের হোটেল অবস্থান কালে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে তিন স্তরের নিরাপত্তা এবং জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে চার স্তরের নিরাপত্তা দেয়া হবে। এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে সড়ক পথে এস্কর্ট প্রধান, বিমান বন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রীক নিরাপত্তা, স্টেডিয়াম কেন্দ্রীক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। এই নিরাপত্তা ব্যবস্থায় কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে ৯০০ পুলিশ সদস্য বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সফর উপলক্ষে সাত স্তরের নিরাপত্তা দিবে।
আরও পড়ুন: মুশফিককে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণাপুলিশ ছাড়াও র্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস, এনএসআই, ডিজিএফআই, জেলা প্রশাসন, সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীমুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস, চসিক, বিমান বাহিনী, সিডিএ ও ওয়াসাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে